এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে কোভিড পরীক্ষা করাতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা । জানা গেছে, কাটোয়া মহকুমা হাসপাতালের ফ্লু সেন্টারে কোভিড পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে । শুক্রবার দেখা যায় প্রচুর মানুষ কোভিড পরীক্ষার জন্য ফ্লু সেন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন । স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়ানোর পর হাসপাতাল থেকে বলা হয় দুপুর ২ টোর পর আসতে। কিন্তু বিকাল তিনটে বেজে গেলেও কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়নি । জানা গেছে,এদিকে তীব্র গরমের কারনে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ক্ষিপ্ত মানুষরা ফ্লু সেন্টারের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেন । শেষে বিকেল তিনটের পর নমুনা সংগ্রহ করা শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
কোভিড পরীক্ষা করতে আসা মানুষদের সিংহভাগেরাই জানিয়েছেন তাঁদের প্রাথমিক উপসর্গ রয়েছে । তাই তাঁরা চিকিৎসকের পরামর্শমত করোনা পরীক্ষা করাতে হাসপাতালে এসেছেন । কিন্তু হাসপাতালের অব্যাবস্থার কারনে তাঁদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা । এদিকে অভিযোগ প্রসঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শুভজিৎ দে বলেন, ‘বিষয়টি আমার যদিও জানা নেই। তবে এমনটা হওয়ার কথা নয় । খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।’।