দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ জুন : চারচাকা গাড়ি করে গাঁজা পাচার করতে যাওয়ার পথে মহারাষ্ট্রের দুই মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হায়দার সর্তাজ ইরানি ও কাশিম সেলিম ইরানি । ধৃতদের মধ্যে প্রথমজনের বাড়ি মহারাষ্ট্রের হোসঙ্গাবাদ জেলার পাপারিয়া থানা এলাকায় । দ্বিতীয়জন মহারাষ্ট্রের পুনে জেলায় লোনি থানা এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ । পুলিশ ২৫ কেজি গাঁজা সমেত চারচাকা গাড়িটি আটক করেছে ।
পুলিশ সুত্রে খবর,হায়দার সর্তাজ ইরানি ও কাশিম সেলিম ইরানি দু’জনেই কুখ্যাত দুস্কৃতি । এরা গাঁজা পাচারের পাশাপাশি পুলিশ সেজে সোনা ছিনতাই করত ৷ তবে মহারাষ্ট্রের বাসিন্দা হলেও মহারাষ্ট্র, দিল্লি,গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ওড়িশাসহ দেশের বিভিন্ন প্রান্তে অপরাধমূলক কাজের পরিধি বিস্তৃত ছিল এই দুই দুষ্কৃতীর । মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজেশন ক্রাইম অ্যাক্ট তথা মকোকা আইনে ওয়ানটেড তালিকায় নাম রয়েছে হায়দার ও কাশিমের। মহারাষ্ট্র ও দিল্লি পুলিশ দীর্ঘদিন ধরে তাদের সন্ধান চালাচ্ছিল । তাদের নামে পোস্টার সাঁটানোর পাশাপাশি পুরষ্কার ঘোষণাও করা হয়েছিল কিন্তু পুলিশ এই দুই দুষ্কৃতীর হদিশ করতে পারেনি ।
জানা গেছে,সম্প্রীতি পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গাড়ে এই দুই কুখ্যাত দুষ্কৃতী । তারা বোলপুর, রায়গঞ্জ, কালনা এলাকাতে অপরাধমূলক কাজকর্ম চালাতে শুরু করে । শেষে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ফুলবাগান এলাকা ওঁৎ পেতে বসে থাকে কাটোয়া থানার পুলিশ । সেই সময় বীরভূমের বোলপুর এলাকার দিক থেকে একটি হুনডাই গাড়ি চড়ে কাটোয়ার দিকে আসছিল ধৃত দুই দুষ্কৃতী । পুলিশ গাড়িটি আটকে তল্লাশি চালাতেই গাঁজা উদ্ধার হয়। তারপরেই তাদের গ্রেপ্তার করা হয় । মঙ্গলবার ধৃতদের বর্ধমানে মাদক সংক্রান্ত আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।।