এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ ডিসেম্বর ঃ দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার পথে এক কদম এগিয়ে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই ৷ সোমবার তারা নৌবাহিনীর হাতে তুলে দিতে চলেছে ১৭-এ নীলগিরি শ্রেনীর রণতরী বা ফ্রিগেট । সম্পুর্ন দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রনতরীটি নির্মান করতে খরচ হয়েছে ১৯ হাজার ২৮৯ কোটি টাকা । উচ্চমানের, উন্নততম ও অত্যাধুনিক এই রণতরী নির্মানে দীর্ঘ তিনবছর সময় লেগেছে ।
এদিন এই রনতরীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এদিন পশ্চিমবঙ্গে আসেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ৷ এদিন দুপুর ১ টা নাগাদ তিনি সস্ত্রীক গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে আসেন । রাওয়াত দম্পতি ছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ।
জাবা গেছে, মুলত তিন ধরনের রণতরী রয়েছে ভারতীয় নৌবাহিনীতে । আকার ও আয়তনের দিক থেকে বড় রণতরী হল ডেসট্রয়ার, দ্বিতীয় ফ্রিগেটস, আর তৃতীয় করভেটস ৷ ফ্রিগেটস মূলত রসদ নিয়ে যাওয়া, স্বল্প দুরত্বে শত্রু জাহাজ ও সাবমেরিনে আঘাত হানার কাজ করে ৷ সাধারনত তিন শ্রেনীর ফ্রিগেটস হয় ৷ প্রথমটি শিবলিক , দ্বিতীয়টি তালবার এবং তৃতীয়টি ব্রহ্মপুত্র । নীলগিরি বা প্রজেক্ট ১৭-এ হল শিবলিক ক্লাসের রণতরী বা ফ্রিগেটস । নৌবাহিনীর হাতে এই মুহূর্তে ১৩টি ফ্রিগেটস আছে ৷ এই ফ্রিগেটসটি যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ১৪ টিতে ৷।