এইদিন স্পোর্টস নিউজ,১৯ ডিসেম্বর : স্প্যানিশ লা লিগার নতুন শক্তি হিসাবে উঠে এসেছে কাতালুনিয়ার ক্লাব জিরোনা । চলতি মরশুমে প্রতিটি খেলায় নিজেদের শক্তির জানান দিচ্ছে ক্লাবটি । এখন শিরোপা জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছে জিরোনা । লা লিগার শিরোপা জন্য বরাবরই রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো প্রথম সারির ক্লাবগুলোগুলো লড়াই দেখা যেত এতদিন । কিন্তু এবারের মরশুমে হিসেব পুরো পালটে গেছে ।
জিরোনার দাপটের কারণে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান টানা ধরে রাখা মুশকিল হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদের জন্য। নিজেদের সবশেষ ম্যাচে সান্টিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে গ্যালাকটিকোরা। তাতেই উঠেছিল টেবিলের শীর্ষে। যদিও সিংহাসনটা ধরে রাখতে পারল না কার্লো আনচেলত্তির দল।
লিগে নিজেদের ১৭ তম ম্যাচে দেপোর্তিভো আলাভেজকে ৩-০ গোলে পরাজিত করেছে জিরোনা। সেই সঙ্গে ২৪ ঘণ্টা আগে রিয়াল মাদ্রিদের কাছে হারানো সিংহাসন পুনরায় দখলে নিয়েছে তারা । জিরোনার জয়ের দিনে দুইয়ে নেমে গেছে গত আসরের রানার্সআপরা।
পূর্ণ তিন পয়েন্ট পেলেও ঘরের মাঠ এস্তাদি মন্টিলিভি স্টেডিয়ামে আক্রমণে প্রাধান্য বিস্তার করতে পারেনি জিরোনা। অবশ্য কাজের কাজটা ঠিকই করেছে স্বাগতিকরা। তাদের এই জয়ের মূল কারিগর আর্তেম ডভবিক। জোড়া গোল করেছেন এই ইউক্রেনিয়ান স্ট্রাইকার। বাকি গোলটি করেন জিরোনার স্প্যানিশ উইঙ্গহার পোর্টো। এযাবৎ ১৭ ম্যাচের মধ্যে ১৪ টিতেক জয় পেয়েছে জিরোনা। ৪৪ পয়েন্ট নিয়ে এখন তারা তালিকার শীর্ষে । সমান ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪২ পয়েন্ট। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো ডে মাদ্রিদ ।।