প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ মে : ভোট মিটে যাওয়ার পরেও বোমা উদ্ধারের ঘটনার বিরাম নেই পূর্ব বর্ধমানে । শনিবার বিকালে জেলার জামালপুর থানার জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের মাঠশিয়ালির রায়পাড়া গ্রামের বাঁশ বাগানে দুটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় । তারা বোমাগুলি উদ্ধার করে জলভর্তি বালতিতে ডুবিয়ে দিয়ে নিষ্ক্রিয় করেন । বাশ বাগানে কারা বোমা এনে রেখেছিল তার তদন্ত পুলিশ শুরু করেছে ।।