এইদিন ওয়েবডেস্ক, ভাতাড়, ১৮ জানুয়ারি: পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের রূপকার হিসাবে এলাকাবাসী আজও মানের এলাকার প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা ভোলানাথ সেনকে। তার ২৩ তম মৃত্যুবার্ষিকীকে বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হল ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে।
ভাতার বাজারে গান্ধীকালচার ভবনে এদিন এই শিবিরের আয়োজন করা হয়।বর্ধমান লায়ন্স ক্লাবের সহযোগিতায় এদিন এই চক্ষুপরীক্ষা শিবিরের পাশাপাশি ডায়াবেটিস চিহ্নিতকরন শিবির হয়।রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা ভাতারের প্রাক্তন বিধায়ক ‘পল্লিগান্ধী’ নামে খ্যাত ভোলানাথ সেনের ২৩ তম মৃত্যুবার্ষিকী ছিল এদিন।সেই উপলক্ষ্যে ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এই সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, সম্পাদক প্রদ্যোত পাল সহ বিশিষ্টজনরা।প্রদ্যোতবাবু জানান এদিন ১৫০ জন পুরুষ ও মহিলার নিঃখরচায় চক্ষুছানি পরীক্ষা করা হয়। যাদের ছানি অস্ত্রোপচার করার প্রয়োজন তাদের পরবর্তী দিনে বিনাখরচে অস্ত্রপচার করার ব্যবস্থা করা হবে ।।