এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,০১ ফেব্রুয়ারী : পুলিশ বিভাগে চাকরি পাইয়ে দেবার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ ।পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সহেলী চৌধুরি, সঞ্জীব কোনাই ও বান্টি ঘোষ ওরফে পাপু । ধৃত মহিলার বাড়ি কেতুগ্রাম থানার পালিটা গ্রামে । বাকিরা বর্ধমান শহরের বিধানপল্লী এলাকার বাসিন্দা । রবিবার রাতে গ্রেফতারের পর সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে তিনজনকেই পাঁচদিনের জন্য পুলিস হেফাজতে পাঠানো হয় । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২০১৮ সালে । ধৃতরা কেতুগ্রামের পালিটা গ্রামের বাসিন্দা চৌধুরি নজরুল আলমের ভাইপো ইনজামামুল কাদের ও তাঁর দুই বন্ধুকে পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দেবার প্রলোভন দেখায় । মাথা পিছু ৮ লক্ষ টাকা করে চাওয়া হয় । তারপর দফায় দফায় তিনজনের কাছ থেকে মোট ১১ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ।
অভিযোগকারীরা জানিয়েছেন, ২০১৯ সালের ১৮ নভেম্বর চক্রের সদস্যরা জানায় বায়োমেট্রিক পরীক্ষার জন্য তাঁদের কলকাতার সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যাণ্ডে যেতে হবে । কথামত তিনজন করুনাময়ীতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কেউ আসেনি । তখন তাঁরা বুঝতে পারেন তাঁরা প্রতারনার শিকার হয়েছেন । এরপর সহেলী চৌধুরীকে ফোন করে টাকা ফেরত চাওয়া হয় । শেষে টাকা ফেরতের কোনও আশা না দেখে চৌধুরি নজরুল আলম ২০২০ সালের ফেব্রুয়ারি নাগাদ অভিযোগ দায়ের করেন ।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) ধ্রুব দাস বলেন,”প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিঞ্জাসাবাদ করা হবে । ঘটনার তদন্ত চলছে ।”।