এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ আগস্ট : পরপর দু’দিনে দুই বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে পুরনো দলে ফিরেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ । একই পথের পথিক হলেন উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । মঙ্গলবার তিনি কলকাতায় গিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মহিলা তৃণমূলের সভানেত্রী কাকলি ঘোষদস্তিদারের হাত থেকে পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন ৷
মুকুল রায়ের অনুগামী বলে পরিচিতি বিশ্বজিৎ দাস তৃণমূলের জন্ম লগ্ন থেকেই ঘাসফুলের সঙ্গে যুক্ত ছিলেন । তৃণমূলের টিকিটে ২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন । কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান । বিজেপি তাঁকে বাগদা থেকে প্রার্থী করে । তিনি জয়লাভও করেন । এদিকে নির্বাচন পর্বের সময় থেকেই শান্তনু ঠাকুরের সঙ্গে বিশ্বজিতের সম্পর্ক বিশেষ ভালো যাচ্ছিল না । ভোটের পর বিজেপির কোনও কর্মসূচিতেই বিশ্বজিৎ দাসকে সেভাবে দেখা যাচ্ছিল না । তাই তখন থেকেই তাঁকে নিয়ে কাঁনাঘুঁষো চলছিল । শেষ পর্যন্ত তন্ময় ঘোষের পদাঙ্ক অনুসরণ করে পুরনো দলে ফিরে এলেন বিশ্বজিৎ দাস ।
দলত্যাগ প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন, ‘বিজেপিতে কাজের পরিবেশ নেই । বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলা ভাষা বোঝে না । তাঁরা বাঙলার আবেগ বুঝতে পারেননি । তাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলাম ।’ সেই সঙ্গে তৃণমূল ত্যাগ প্রসঙ্গে তিনি জানান,একটা ভুল বোঝাবুঝির কারনেই তিনি দলত্যাগী হয়েছিলেন ।।
ছবি : সোশ্যাল মিডিয়া ।