এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,০৯ নভেম্বর : সোমবার রাতে পৃথিবীতে ফিরে আসলেন চার মহাকাশচারী । দীর্ঘ প্রায় ২০০ দিন বাদ তাঁদের নিয়ে মেক্সিকো উপসাগরে অবতরণ করল স্পেসএক্স ক্যাপসুল । মহাকাশ স্টেশন ছাড়ার মাত্র ৮ ঘণ্টা পর তাঁরা নিরাপদে পৃথিবীর মাটি স্পর্শ করলেন । এদিকে চার নভোচারীর পৃথিবীতে ফেরার পর আরও চার যাত্রীর মহাকাশ যাত্রার পথ খুলে গেল । বুধবার স্পেসএক্স থেকে এই চার যাত্রীকে মহাকাশ স্টেশনে পাঠানো হবে ।এই মহাকাশচারীদের আগেই রওনা হওয়ার কথা ছিল । কিন্তু খারাপ আবহাওয়া এবং একজন যাত্রী অসুস্থ হওয়ার কারণে যাত্রা স্থগিত করে দেওয়া হয় । বুধবার রওনা হওয়ার পর এই যাত্রীরা প্রায় ছয় মাস মহাকাশ স্টেশনে থাকবেন ।
যে চার মহাকাশচারী প্রায় ৬ মাসের মহাকাশ সফর শেষে সোমবার রাতে পৃথিবীতে নিরাপদে ফিরে এলেন তাঁরা হলেন নাসার শেন ক্রিম্বু, মেগান ম্যাকআর্থার, জাপানের আকিহিকো হোশিদে এবং ফ্রান্সের থমাস পেসকুয়েট । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকালের মধ্যে তাদের সবাইকে ফেরত পাঠানোর কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে ফেরার কর্মসূচি সোমবার বিকেল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় । আসলে ফ্লোরিডার উপকূল ঝোড়ো বাতাস বইছিল । এই কারনেই চার সদস্যের নিরাপদ প্রত্যাবর্তন স্থগিত রেখে দিতে বাধ্য হয় নাসা ।
প্রসঙ্গত,স্পেসএক্সের মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা বেশ কঠিনই ছিল । তার মধ্যে স্পেসএক্স রকেটের টয়লেট ভেঙে যায় । এই কারণে মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার পর যাত্রীদের পুরো যাত্রাপথে ডায়াপার পরে থাকতে হয়েছিল । মহাকাশের ভ্রমনকে ‘ভয়ানক অভিজ্ঞতা’ বলে জানিয়েছেন
শেন ক্রিম্বু, মেগান ম্যাকআর্থাররা ।।