এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার বিজয়নগর গ্রামে এক মহিলা চোরকে হাতেনাতে ধরল গ্রামবাসীরা । আজ রবিবার সকালে বিজয়নগর গ্রামের বাসিন্দা পেশায় মৃৎশিল্পী জগন্নাথ পালের বাড়ি খোলা থাকার সুযোগে মহিলা চুরি করার জন্য ঢুকে পড়েছিলেন । কিন্তু জগন্নাথবাবু পরে ফিরে এসে তালা লাগিয়ে দিলে আর তিনি বের হতে পারেননি । ফলে হাতেনাতে ধরা পড়ে যান । পুলিশ মহিলাকে আটক করেছে । পুলিশ জানিয়েছে,ওই মহিলা বানজারা দলের সদস্য বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে । গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বালতি,টিন ইত্যাদি মেরামতের পেশার পাশাপাশি চুরি,কেপমারিও করে বেড়ায় । পুলিশ জানিয়েছে, মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
জানা গেছে,জগন্নাথ পালের বাড়িতে রয়েছেন স্ত্রী লক্ষীরানী ও ছেলে সুজিত । তাদের এক আত্মীয় অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন । লক্ষীরানী ও তার ছেলে সুজিত তাকে দেখতে গিয়েছিলেন । বাড়িতে একাই ছিলেন জগন্নাথবাবু । কিন্তু আজ মনসা পুজোর জন্য গ্রামেই একটি দোকানে চিড়ে কিনতে গিয়েছিলেন তিনি । বাড়ির দরজা ঠেসানো ছিল । সেই সুযোগে ওই মহিলা চুরি করার উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পড়েন । পরে জগন্নাথবাবু বাড়ি ফিরে এসে বাড়িতে তালা লাগিয়ে ফের বেরিয়ে যান । এদিকে ঘরের মধ্যে আটকে পড়েন ওই মহিলা । তিনি বাইরে বের হওয়ার জন্য গ্রিলের ফাঁক দিয়ে গেট খোলার চেষ্টা করলে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যায় । এরপর লোকজন জড়ো হয়ে মহিলাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় ।।