এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৮ জানুয়ারী : কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্থানের সঙ্গে কথা বলার পক্ষে ফের সওয়াল করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ । তিনি পাকিস্তানের নাম না করে বলেছেন,’যতক্ষণ না আমরা আমাদের প্রতিবেশীর সাথে কথা বলছি ততক্ষণ দশকের পর দশক ধরে চলা কাশ্মীরের সমস্যার প্রকৃত সমাধান হবে না ।’ মঙ্গলবার প্রাক্তন ‘র'(RAW) প্রধান তথা কংগ্রেস পন্থী অমরজিৎ সিং দুলাতের লেখা “এ লাইফ ইন দ্য শ্যাডোস এ মেমোয়ার” বইয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় । অনুষ্ঠানে মূলত কংগ্রেসের নেতাদেরই দেখা গেছে । ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ফারুক আবদুল্লাহ ।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ফের বলেন, ‘কাশ্মীরের সমস্যা মরবে না…এবং আমি দুঃখের সাথে বলতে চাই, সন্ত্রাসবাদ থাকবেই যদি না আমরা আমাদের প্রতিবেশীর সাথে কথা বলি এবং সঠিক সমাধান খুঁজে না পাই ।’ তিনি বলেন,’প্রতিষ্ঠানের দিকে তাকান, গভর্নরদের, লেফটেন্যান্ট গভর্নরের দিকে তাকান…তারা কীভাবে সংবিধানের সঙ্গে খেলা করছে…এমনটা হবে এটা কখনোই আমি ভাবিনি ।’ ফারুক বলেন,’ভারত একটি অনন্য দেশ, কারণ আমরা সবাই এক চিন্তা করি…আমাদের গান্ধীর ভারতে ফিরে যেতে হবে…জাতির উন্নতি করতে হলে বিভাজনের অবসান ঘটাতে হবে । আমরা এক না হলে দেশ কখনো শক্তিশালী হবে না ।’
ফারুক আবদুল্লাহর সঙ্গে একই সুরে সুর মিলিয়েছেন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রাক্তন প্রধান অমরজিৎ সিং দুলাত । তিনি বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ) চলতেই থাকবে । আপনারা স্বীকার করবেন যে বর্তমান ব্যবস্থার গৃহীত পেশীবহুল নীতির কারণে জঙ্গিবাদের মাত্রা কমে গেছে।’ তার কথায়, ‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দূর হবে না যতক্ষণ না আমরা পাকিস্তানের সাথে যোগাযোগ গড়ে তুলতে পারবো ।’ উল্লেখ্য, ১৯৬৫ ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এএস দুলাতকে সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলাতে দেখা গিয়েছিল ।।