দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ নভেম্বর : যাত্রীবাহী ট্রেনের নিচে থেকে আচমকা ধোঁয়া বের হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনে । স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুর ২.৪৫ নাগাদ কাটোয়া-হাওড়া লাইনের ওই লোকাল ট্রেনটি কাটোয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয় । ট্রেনটি অগ্রদ্বীপের সাহেবতলা হল্ট স্টেশনে ঢোকার একটি কামরার নীচে থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা । এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এদিকে খবর পেয়ে ট্রেনের চালক ও গার্ড ওই কামরার কাছে ছুটে আসেন । তাঁরা ধোঁয়ার উৎস খুঁজে বের করে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেন ৷ প্রায় আধ ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় । কাটোয়ার জিআরপির ওসি রিয়াজ সামিম বলেন,’ট্রেনের ব্রেকে কিছু সমস্যা ছিল । যার ফলে ধোঁয়া বের হয় । তেমন কিছু সমস্যা হয়তি । মেরামতির পর ট্রেনটি ফের রওনা হয় ।’।