এইদিন স্পোর্টস নিউজ,২৭ আগস্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে রয়েছে ৫ জন নতুন মুখ। এদিকে দুই ফরম্যাটেই রাখা হয়েছে পেসার জোফরা আর্চারকে । অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াডে বেশকিছু বড় নাম বাদ পড়েছে। তবে রয়েছেন দলের নিয়মিত অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা হয়নি জো রুটের। আর টি-টোয়েন্টি দলে নেই হ্যারি ব্রুক, ম্যাথু পটস, গাস আটকিনসন এবং জেমি স্মিথের মতো ক্রিকেটাররা।
এদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে পাঁচজন নতুন খেলোয়াড়ের জায়গা হয়েছে। তারা হচ্ছেন : জর্ডান কক্স, জ্যাকব বেথেল, ড্যান মুসলি, জশ হাল এবং জন টার্নার। জশ হাল, জ্যাকব বেথেল এবং জন টার্নারকে ওয়ানডে দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর মাঠে গড়াবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, জন টার্নার।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস আটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।।