এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ মার্চ : দুর্নীতির প্রতিবাদ ও বিজেপি করার অপরাধে এক প্রৌঢ়কে সরকারি আবাস যোজনার অনুদান থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘটনা । ভাতার থানার মাহাতা পঞ্চায়েত এলাকার ওড়গ্রাম ঝর্ণা কলোনির বাসিন্দা রতন হালদার(৬১) নামে ওই ব্যক্তি আজ সোমবার (২৪ মার্চ) ভাতারের বিডিও-এর দ্বারস্থ হন ।
জানা গেছে,মাহাতা পঞ্চায়েতের ওড়গ্রামের ঝর্ণা কলোনির বাসিন্দা রতন হালদার রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করেন৷ বাড়িতে রয়েছেন স্ত্রী মণিদেবী, একমাত্র ছেলে জীবন,পুত্রবধূ মালতি এবং এক নাতি ও এক নাতনি । অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া মাটির একতলা দু’কামরা ঘরে ৬ জন সদস্যের অতিকষ্টে বসবাস । রাজমিস্ত্রীর জোগাড়ের কাজের যৎসামান্য উপার্জনে অতিকষ্টে সংসার চালিয়ে ছেলেকে পড়াশোনা করার রতনবাবু । তার ছেলে জীবন স্নাতক । কোনো চাকরি বাকরি না পেয়ে তিনিও শ্রমিকের কাজ করে সেই উপার্জন বাবার হাতে তুলে দিয়ে সংসার চালাতে সহায়তা করেন৷
রতন হালদার বলেন,সরকারি আবাস যোজনার অনুদানের জন্য আমার বাড়ি ২-৩ বার পরিদর্শনে গিয়েছিল তৃণমূলের নেতারা । এখন দেখছি সবারই অনুদানের টাকা ঢুকে গেছে । কিন্তু আমার ঢোকেনি । যারা একতলা পাকা বাড়ি তারও অনুদান ঢুকেছে । যে দুখানা ট্রাক্টরের মালিক সেও অনুদানের টাকা পেয়েছে । কিন্তু আমার ঢোকেনি৷ আমি বিডিও সাহেবের কাছে এসেছিলাম । কিন্তু তিনি বললেন যে আমার নাকি পাকা বাড়ি আছে । আমি বললাম, স্যার আমার মাটির বাড়ি। অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া দুচালের ঘর । আমার পাকা বাড়ি কি করে হলো ? তখন বিডিও সাহেব ফের আমাকে অনুদানের জন্য আবেদন পত্র জমা দেওয়ার কথা বলে ।’
সরকারি আবাস যোজনার অনুদানের জন্য আবেদনপত্র জমা দিতে এদিন সকাল থেকে ঠায় ভাতার বিডিও-এর কার্যালয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রতন হালদারকে । কিন্তু কেন তাকে আবাস যোজনার অনুদান থেকে বঞ্চিত করা হলো ? উত্তরে শাসক দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন তিনি । রতনবাবু বলেন, স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে মাস ছয়েক আগে গ্রামে কংক্রিটের নিকাশি নালা নির্মানের কাজ হয়েছিল।। সেই সময় আমি দেখতে পাই যে কোন লোহার রড ব্যবহার হচ্ছে না । পরিবর্তে বাঁশের টুকরো এবং কঞ্চি দিয়ে ঢালাই করা হচ্ছে । আমি প্রতিবাদ করেছিলাম । কাজ আটকেও দিয়েছিলাম । কিন্তু আমার কথার কোন গুরুত্ব না দিয়ে ওই ভাবেই নিকাশি নালার কাজ সম্পূর্ণ করা হয় ।’ তিনি বলেন,’আমি বিজেপি পার্টি করি । তার উপর নিকাশি নালা নির্মানে দুর্নীতির প্রতিবাদ করায় শাসকদলের আক্রোশের মুখে পড়তে হয় আমাকে । আর তার জেরেই আমার সরকারি আবাস যোজনার অনুদানের টাকা আটকে দেওয়া হয়েছে ।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।।

