এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৬ জুলাই : বাংলাদেশে ছুরিকাঘাতে আহত বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতি (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল । বুধবার (৫ জুলাই) ভোররাত ৩ টে নাগাদ তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান । ধর্মজ্যোতি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন । গত রবিবার (২ জুলাই ২০২৩) রাতের দিকে দুষ্কৃতীরা ঘরে ঢুকে ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় । পরের দিন সকালে বৌদ্ধ বিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় । প্রথমে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
নিহতের ছেলে সুমন বড়ুয়া জানান, ১৬-১৭ বছর আগে সন্ন্যাস ধর্মগ্রহণ করেন তাঁর বাবা । বিগত গত ৭ বছর ধরে তিনি মরিচ্যার শ্রাবস্তি বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না । তবে মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া বলেন,‘টাকার লোভে এলাকার কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে ।’ এদিকে বিষয়টি দূর্ঘটনা বলে মন্তব্য করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোহাম্মদ আলী । তার কথায়,’আহত ভিক্ষু অসাবধানতার কারণে নিজেই পড়ে গিয়ে আহত হয়েছে বলে জানিয়েছিলেন ।’ কিন্তু ওই বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর শরীরে ছুরির আঘাত কি করে হল? এই প্রশ্নের সদুত্তর ওসির কাছ থেকে পাওয়া যায়নি । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খুনিদের আড়াল করতেই দূর্ঘটনার গল্প ফাঁদছে বাংলাদেশের মৌলবাদী পুলিশ ।।