এইদিন স্পোর্টস নিউজ,১৫ অক্টোবর : শনিবার পাকিস্তানের বিরুদ্ধে দূর্দান্ত জয় পেয়েছে ভারত । ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ও বোলারদের অসাধারণ পারফরম্যান্সে খুশি দেশের আপামর ক্রিকেট প্রেমী মানুষ । ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তবে হিমন্ত বিশ্ব শর্মার আজ রবিবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম “এক্স”-এ একটা পোস্ট ভাইরাল হয়েছে । প্রসঙ্গত,শনিবার গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শক আসন থেকে “জয় শ্রীরাম” শ্লোগান ওঠে । সেই ভিডিও নিজের “এক্স”- হ্যান্ডেলে শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন,’একই নাড়া,একহি নাম,জয় শ্রীরাম।’
শনিবার বিশ্বকাপ ২০২৩-এর ১২ তম ম্যাচে, ভারতীয় দল পাকিস্তানকে ৭ 7 উইকেটে পরাজিত করেছে । প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পুরো পাকিস্তান দল। জবাবে ভারত ৩০.৩ ওভারে তিন উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে।
এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার টানা তৃতীয় জয়
ভারতের বোলার ও ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্ম করেছে। জসপ্রিত বুমরাহ, যাকে ভারতীয় ফাস্ট বোলিংয়ের মেরুদণ্ড বলা হয়, আবারও দুর্দান্ত ম্যাচে নিজের সামর্থ্য প্রমাণ করলেন । তিনি সাত ওভারের স্পেলে ১৯ রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন । কুলদীপ যাদবও দুটি উইকেট নেন এবং শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ।
রোহিত শর্মা একটি অধিনায়কচিত ইনিংস খেলে এবং ৬৩ বলে ৮৬ রান করেন। তবে সেঞ্চুরি পূরণ করতে না পারায় ভক্তরা অবশ্যই হতাশ। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান আইয়ার ৬২ বলে অপরাজিত ৫৩ রান করেন ।
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ” এক্স” হ্যান্ডেলে লিখেছেন,’আজ আহমেদাবাদে একটি দুর্দান্ত জয়,সব ক্ষেত্রেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে ভারতীয় দল । দলকে অভিনন্দন এবং আগামী ম্যাচের জন্য শুভকামনা।’
ভারতের জয়ের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন,’২০২৩ বিশ্বকাপে ভরতের জন্য কী অসাধারণ জয়। বিশ্বকাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অষ্টম জয়- এক অবিশ্বাস্য কৃতিত্ব ! পুরো স্কোয়াড চ্যাম্পিয়নদের মতো খেলায় জাতির গর্বে বুক ফুলে উঠেছে । অভিনন্দন! আসুন কাঙ্ক্ষিত ট্রফিটি তুলে নেওয়ার লক্ষ্য রাখি।’
টিম ইন্ডিয়া এখন টুর্নামেন্টে তাদের চতুর্থ ম্যাচ পুনেতে খেলবে ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে । নিজেদের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচটি ২০ অক্টোবর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে ।।