এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১২ জানুয়ারি : কয়লা পাচার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাসি-অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) বাহিনী । তার মধ্যে হুগলীর কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় ম্যারাথন তল্লাশির পর কিছু নথি উদ্ধার হয়েছে বলে খবর । সোমবার সকালে কানাইপুর শাস্ত্রীনগর এলাকার বাসিন্দা অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়িতে যায় ইডির আধিকারিকরা । শুরু হয় অমিত সিং ও নিরজ সিংয়ের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ । টানা প্রায় দশ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে । জিজ্ঞাসাবাদের পাশাপাশি ইডি কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করে নিয়ে গেছে বলে জানতে পারা যাচ্ছে । তবে এনিয়ে মুখ খুলতে চাননি ইডি অফিসাররা ।
কয়লা পাচার কাণ্ডের তদন্তভার রয়েছে সিবিআইয়ের উপর । তবে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার খোঁজ পায়নি সিবিআই । এবার এনিয়ে তদন্তে নামল ইডি । সোমবার কলকাতার লেকটাউন, হুগলি, উত্তর চব্বিশ পরগনা-সহ রাজ্যের ১২ জায়গায় একযোগে তল্লাসি-অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাহিনী । বড়বাজারে সঞ্জয় সিংয়ের বাড়ি ছাড়াও লালা ঘনিষ্ঠ কলকাতার বাঙ্গুর অ্যাভিনিউয়ে বাসিন্দা পেশায় ব্যাবসায়ী গণেশ বাগাড়িয়ার বাড়িতেও হানা দেয় ইডি। যদিও কারোর দেখা মেলেনি । তাঁদের হদিশ পেতে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে ইডির অফিসাররা ।
এদিকে কয়লা পাচার কাণ্ডে লালা যোগের সন্ধান পেয়ে ইতিপূর্বে কানাইপুর শাস্ত্রীনগর এলাকার বাসিন্দা অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই । সোমবার ইডির প্রতিনিধিরা ফের সেখানে হানা দেয় । সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে ইডি সূত্রে খবর ।।