এইদিন ওয়েবডেস্ক,১১ জুন : জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিবখোদি ধাম থেকে ফেরার সময় তীর্থযাত্রীদের বাসে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলায় ৯ জন হিন্দু পূণ্যার্থীর মৃত্যু এবং ৩৩ জন গুরুতর আহত হয়েছে । গাজার রাফাহয় ইসরায়েলি অভিযানে হতাহতদের প্রতি সমর্থন দেখিয়ে ভারতের বলিউড অভিনেতা অভিনেত্রীরা ‘অল আইজ অন রিয়াসি’ ট্রেন্ড চালালেও রিয়াসির সন্ত্রাসী হামলার বিষয়ে তারা নিশ্চুপ । পাশাপাশি চুড়ান্ত ভন্ডামি দেখিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি মেটা(Meta) । রিয়াসি জেলায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘অল আইজ অন রিয়াসি’ হ্যাশট্যাগ ট্রেন্ড চালানো হলে ইনস্ট্রাগ্রাম থেকে ওই সমস্ত পোস্টগুলিকে সরিয়ে দেওয়া হয় । তবে ডাচ সাংসদ গির্ট ওয়াল্ডার্স নিজের এক্স হ্যান্ডেলে ‘অল আইজ অন রিয়াসি’ হ্যাশট্যাগ ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসীদের দ্বারা নিহত হিন্দু পূণ্যার্থীদের শ্রদ্ধা জানিয়েছেন । ওয়াল্ডার্স লিখেছেন, ‘কাশ্মীর উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের দ্বারা হিন্দুদের হত্যা বন্ধ করুন ।ভারতবাসীকে রক্ষা করুন !’
জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিবখোদি ধাম থেকে ফেরার সময় তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলায় হতাহতরা উত্তরপ্রদেশের বলরামপুর, গোন্ডা, মথুরা, মিরাট, বারাণসী এবং গোরখপুরের বাসিন্দা । বলরামপুরের রুবি এবং অনুরাগ ভার্মা ঘটনাস্থলেই মারা যান এবং এই জেলার ১২ জন আহত হয়। একই সময়ে, গোন্ডা, মথুরা, মিরাট, বারাণসী এবং গোরখপুরের ১৯ জন শ্রদ্ধালু আহত হয়েছেন । সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া তরুণ কুমার প্রজাপতি এবং মিরাটের প্রদীপ কুমার প্রজাপতির সেই কাপুরুষোচিত ভয়ঙ্কর হামলার ঘটনা বর্ণনা করেছেন । তারা মনে করছেন যে বাবা শিবখোদি এবং মা বৈষ্ণো দেবীর আশীর্বাদেই তাদের প্রাণ রক্ষা পেয়েছে ।
দু’জনেই জানান, সন্ত্রাসীরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গুলি ছুড়ছিল। প্রায় ১০ মিনিট ধরে গুলি চালায় সন্ত্রাসীরা। বাসটি খাদে না পড়লে সন্ত্রাসীরা কাউকে বাঁচত না। তরুণ সংবাদ মাধ্যমকে জানান, তার সঙ্গে মামা পবন ও প্রদীপও ছিলেন। জম্মু থেকে কাটরা পৌঁছে মা বৈষ্ণো দেবীর দর্শন পান। এর পর তারা চলে যান শিবখোদি ধামে। বাবা শিবখোড়ির দর্শন করে মাত্র ১০ কিলোমিটার যাওয়ার পর সন্ত্রাসী হামলা হয় । সন্ত্রাসীদের গুলিতে চালক গুলিবিদ্ধ হলে বাসটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে প্রায় ২০০ ফুট নিচের খাদে পড়ে যায়। খাদে পড়ে থাকা বাসেও সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। প্রদীপ বলেন, এটা খুবই ভয়ঙ্কর দৃশ্য ছিল। পবন ভাইয়ের পায়ে আঘাত লেগেছে। বর্তমানে তিনজনই জম্মুর সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
সন্ত্রাসী হামলায় আহত গোরখপুরের সকল ভক্ত একই পরিবারের। তাদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন, আহত হয়েছেন রাজেশ, তাঁর স্ত্রী রিকসোনা দেবী, সোনি দেবী ও আত্মীয় গায়ত্রী দেবী। পরিবার এবং আত্মীয়-স্বজন সহ মোট ১৭ জন জম্মু গিয়েছিলেন। এর মধ্যে শিব খোদিতে যাচ্ছিলেন চারজন। তারা সকলেই আহত হয়েছেন। বাকি ১৩ জন গেস্ট হাউসে ছিলেন।
সন্ত্রাসী হামলায় গোন্ডার আট তীর্থযাত্রী আহত হয়েছেন। ওই দলটি ৪ জুন মা বৈষ্ণো দেবীকে দেখতে যান। গোন্ডার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং ভিডিও কলে পরিবারের সদস্য এবং আহতদের সাথে কথা বলেছেন। চিকিৎসা ব্যবস্থাপনার তথ্য পাওয়ার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দেওয়া হয় । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করেছেন,’জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক। নিহতদের বিদেহী আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা! শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আমার সমবেদনা। প্রভু শ্রী রামের কাছে প্রার্থনা করছি বিদেহী পুণ্যবান আত্মাদের তাঁর পায়ের কাছে স্থান দান করুন এবং সকল আহতদের দ্রুত সুস্থতা প্রদান করুন ।’।