এইদিন স্পোর্টস নিউজ,০৬ মার্চ : ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূল পর্বে যারা নিশ্চিত করেছে আর্জেন্টিনা । আলবিসেলেস্তেরা প্যারিস অলিম্পিকে জায়গা নিশ্চিত করার পর থেকেই একটাই প্রশ্ন বাতাসে ঘুরছে – লিওনেল মেসি আর অ্যাঞ্জেল ডি মারিয়া কি খেলবেন অলিম্পিকে ? কোচ হাভিয়ের ম্যাশ্চেরনোও আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম দুই তারকাকে দলে পেতে মুখিয়ে আছেন ।
লিওনেল মেসি এখনও অলিম্পিকে খেলা বা না খেলা নিয়ে খোলাসা করে কিছু না বললেও, অ্যাঞ্জেল ডি মারিয়া অনিশ্চয়তায় রাখতে চাননি । প্যারিস অলিম্পিকে যে তেইশোর্ধ্ব খেলোয়াড় কোটায় তিনি খেলছেন না -তা জানিয়েছেন বেশ আগেই। তবে এরপরও তাকে দলে পাওয়ার আশা ছাড়েননি আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দলের কোচ মাশচেরানো। ফ্রান্সের রাজধানীতে আগামী জুলাইয়ে হতে যাওয়া অলিম্পিকে ফুটবল ইভেন্টে আর্জেন্টিনা দলের হয়ে খেলার জন্য ডি মারিয়াকে ফের অনুরোধ জানিয়েছিলেন তিনি।
মাশচেরানো এবার আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসকে জানিয়েছেন কেন ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে খেলতে চান না ।
লিবেরোকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া আগেই জানিয়েছিলেন, জুনে কোপা আমেরিকা খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যেতে চান তিনি। এবার মাশচেরানোকে জানিয়েছেন, আসন্ন অলিম্পিকে খেলার কোনো ইচ্ছাই নেই তার।
মাশচেরানো বলেন, ‘আমি অ্যাঞ্জেলের (ডি মারিয়া) সঙ্গে কথা বলেছি। সবার আগে আমি তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেছি কারণ সে এটি অনবেক জায়গায় শুনেছে এবং সে আমাকে পুনরায় নিশ্চিত করেছে যে, সুযোগ দেয়ায় সে খুশি কিন্তু গেমসে খেলতে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। সে তার সুযোগ কাজে লাগিয়েছে (২০০৮ বেইজিং অলিম্পিকে ডি মারিয়া-মেসি আর্জেন্টিনাকে স্বর্ণ জেতান) এবং সে আমাকে বলেছে, এই জায়গাটা সে অন্য একজন তরুণের জন্য ছেড়ে দিতে চায় সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য এবং তার সেটা এরই মধ্যে হয়েছে এবং সৌভাগ্যবান যে, সেটা সে জিতেছেও। সে হিসেবে আমরা অ্যাঞ্জেলকে এরই মধ্যে হারিয়ে ফেলেছি।’
তবে ডি মারিয়াকে না পেলেও মেসিকে অলিম্পিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মাশচেরানো। অলিম্পিকে অনূর্ধ্ব ২৩ দল খেললেও সাধারণত তিনজন ২৩ এর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় খেলানো যায়। সেই কোটায় মেসিকে দলে নিতে চান মাশচেরানো। তবে পথটা এতো সোজা নয়। আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। এর এক মাসেরও কম সময় পর ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অলিম্পিকে ফুটবল ইভেন্ট চলবে। এতো কম সময়ে ক্লান্তি কাটিয়ে প্রস্তুত হওয়া ৩৬ বছর বয়সী খেলোয়াড়ের জন্য কঠিনই ।।