এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন(উত্তরাখণ্ড),১৫ জুন : উত্তরাখণ্ডে দেবভূমি রক্ষা অভিযানের প্রতিষ্ঠাতা স্বামী দর্শন ভারতীকে শিরোচ্ছেদের হুমকি দিয়ে একটা চিঠি পাঠিয়েছে দুষ্কৃতীরা । শুধু তাইই নয়, চিঠিতে শিরোচ্ছেদকারীকে ৫ কোটি টাকা পুরষ্কার ও উত্তরাখণ্ড থেকে ‘গাজওয়ায়ে হিন্দ’ শুরু করার কথা ঘোষণা করা হয়েছে । বুধবার ওই হুমকি চিঠিটি পেয়েছেন বলে জানিয়েছেন স্বামী দর্শন ভারতী ।
চিঠির একেবারে উপরে লেখ লেখা আছে,’নো মহাপঞ্চায়েত পুরালা উত্তরকাশী’ । তার নিজে লেখা ‘সতর্কবার্তা’ । এরপর লেখা হয়েছে, ‘আরএসএস/বিজেপির গেরুয়া সন্ত্রাসীরা যদি পাহাড়ে আমাদের কারোর কোনো ক্ষতি করে, তাহলে পাহাড়ি কুকুর… তোকেও পাহাড়ে যেতে হবে নয়তো… তোর শিরোচ্ছেদ করা হবে। ‘গাজওয়ায়ে হিন্দ’ ইনশাআল্লাহ উত্তরাখণ্ড থেকে শুরু হবে। শিরশ্ছেদকারীকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ।’ একেবারে নিচে লেখা ‘মুশতে ইকলাব’ ।

প্রসঙ্গত,আজ বৃহস্পতিবার উত্তরকাশীর পুরলায় মহাপঞ্চায়েত হওয়ার কথা ছিল । কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন । পাশাপাশি মহাপঞ্চায়েতের মূল উদ্যোক্তা দেবভূমি রক্ষা অভিযানের প্রতিষ্ঠাতা স্বামী দর্শন ভারতীকে তার বাসভবনে গৃহবন্দী করে রেখেছে দেরাদুন পুলিশ । পাশাপাশি তার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে । জানা গেছে,বুধবার তিনি দেরাদুন থেকে পুরালার উদ্দেশ্যে রওনা হওয়ার মুখেই তাকে গৃহবন্দী করে পুলিশ প্রশাসন ।।

