এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা),১২ ফেব্রুয়ারী : দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে সড়ক পথটি । রাস্তার মাঝে অজস্র খানাখন্দ । ফলে প্রায় দিনই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা । খানাখন্দের কারনে যানবাহনে সৃষ্টি হচ্ছে যান্ত্রিক গোলযোগ । রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় তদ্বির করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । শেষে রাস্তা সংস্কারের দাবিতে শনিবার সকালে মালদা জেলার রতুয়া-২ ব্লকে নওগামায় রতুয়া- মালদা রাজ্য সড়কপথ অবরোধ করে রাখলেন ক্ষিপ্ত গ্রামবাসীরা । গ্রামবাসীদের সঙ্গে যোগ দেয় যাত্রীবাহী বাসের চালক ও খালাসিসহ অটো টোটোসহ অনান্য যানবাহনের চালকরা । খবর পেয়ে অবরোধস্থলে আসে পুকুরিয়া থানার পুলিশ । শেষে পুলিশ রাস্তা সংস্কারের জন্য উদ্যোগী হওয়ার আশ্বাস দিলে বেশ কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া । অবরোধের জেরে ব্যাপক যানজটের৷ সৃষ্টি হয় রাজ্য সড়কে ।
রতুয়া-২ ব্লকে পুকুরিয়া মোড় থেকে নওগাঁমা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা নিয়ে মূলত ক্ষোভ এলাকার বাসিন্দাদের । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার হয়নি । ফলে রাজ্য সড়ক পথের ওই অংশটি বেহাল অবস্থায় রয়েছে । পড়াশোনা করতে যাওয়ার পথে প্রায় দিনই দূর্ঘটনার কবলে পড়ছে ছোটছোট পড়ুয়ারা । রাস্তা দিয়ে গাড়িতে রোগী নিয়ে যাওয়ার সময় আরও অসুস্থ হয়ে পড়ছে । বাস চালক পিন্টু চৌধুরীর অভিযোগ, ‘ওই রাস্তার কারনে প্রায় দিনেই বাসের কিছু না কিছু যান্ত্রিক গোলযোগ হচ্ছে । অল্প দিনেই বাসের টায়ার নষ্ট হয়ে যাচ্ছে । তাই আমরা ঠিক করেছি রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত আমরা আর বাস চালাবো না ।’ রতুয়ার বাসিন্দা আশীষ কর্মকারের অভিযোগ, ‘রাস্তা সংস্কারের জন্য আমরা অনেক তদ্বির করেছি । কিন্তু কোনও কিছুতেই কাজ হয়নি । তাই এদিন বাধ্য হয়ে সড়ক পথ অবরোধ করে রেখেছি ।’
জানা গেছে,এদিন সকাল ৮ টা থেকে নওগামা বাসস্ট্যান্ডে রতুয়া- মালদা রাজ্য সড়কপথ অবরোধ করে রাখেন বেশ কিছু স্থানীয় বাসিন্দারা । অবরোধের জেরে বহু বাস-অটো-টোটো-বাইক আটকে পড়ে । ওই সমস্ত যানবাহনের চালকরাও গ্রামবাসীদের সঙ্গে যোগ দেয় । তাঁরা সকলে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । শেষে পুকুরিয়া থানার পুলিশ এসে আগামী সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করার বিষয়ে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।