এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা)২৪ আগস্ট : রাস্তার অবস্থা বেহাল । দীর্ঘদিন ধরে পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। এই অভিযোগ তুলে রাস্তা অবিলম্বে সংস্কারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন মালদা জেলার রতুয়া ২ ব্লকের পরানপুর এলাকার বাসিন্দারা । রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে মঙ্গলবার প্রায় ঘন্টা তিনেক যান চলাচল বন্ধ হয়ে যায় ।
স্থানীয়রা জানান, পরানপুর ঈদগাহ থেকে চুনাখালি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রয়েছে। এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে।এলাকাবাসীর অভিযোগ, বহুবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। এই বৃষ্টির মরশুমে এখন রাস্তার ভয়াবহ অবস্থা হয়েছে। চলাচল করা দায় হয়ে পড়েছে।
এই সমস্ত অভিযোগ তুলে এদিন বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা আন্দোলনে নামেন।শুরু হয় পথ অবরোধ।রাস্তার ওপর খড় জ্বালিয়ে ও রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয় । উত্তেজনার খবর পেয়ে আসে বিশাল পুলিশ বাহিনী। পরানপুর পঞ্চায়েত প্রধানের স্বামী সাহাজান আলীও চলে আসেন। তিনি আন্দোলনকারীদের আশ্বাস দেন। পুলিশের পক্ষ থেকেও অনুরোধ করা হয়। আশ্বাসও দেওয়া হয় সপ্তাহ তিনেকের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে।শেষে আন্দোলন তুলে নেওয়া হয় ।
এদিনের ঘটনার কথা জানতে পারেন চাঁচল মহকুমাশাসক কল্লোল রায়ও। তিনি চাঁচল-২ নং বিডিও-র সঙ্গে কথা বলেন। মহকুমাশাসক বিডিওকে নির্দেশ দেন অবিলম্বে রাস্তার সমস্যা সমাধানে উদ্যোগী হতে।।