শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০১ জুন : বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ও ভাতার পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা ভারত খেতমজুর ইউনিয়নের অঞ্চল কমিটি । মন্তেশ্বরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেতমজুর ইউনিয়নের মন্তেশ্বর অঞ্চল কমিটির সহ-সভাপতি ফিরোজ শেখ, ফাল্গুনী রায়,ডালিম মন্ডল,রুবেন রায়, গোপাল পরিত প্রমুখ ।
একশ দিনের কাজ চালু করা, একশ দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে জব কার্ডধারীদের মিটিয়ে দেওয়া,পঞ্চায়েত পরিচালনার কাজে স্বচ্ছতা আনা প্রভৃতি দাবিতে পঞ্চায়েত প্রধানের হাতে তারা একটি স্মারকলিপি তুলে দেন । তবে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিকেল ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
পাশাপাশি ভাতাড় গ্রাম পঞ্চায়েতের সামনেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের ভাতাড় ১ ও ২ ব্লক কমিটি । উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়ন জেলা সম্পাদক কমরেড মিজানুর রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কম বামাচরন ব্যানার্জী ও ভাতার-১ ব্লক কমিটির সম্পাদক সফিকুল ইসলাম মন্ডল, ভাতার-২ ব্লক কমিটির সম্পাদক রাস হাজরা ও সিপিএম নেতা সুভাষ মন্ডল, নজরুল হকসহ অন্যান্যরা ।।

