এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০১ জুন : গরু জবাই করে অবশেষ ক্যানেলের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে দেশের রাজধানী শহর দিল্লির হায়দারপুর এলাকায় । বালা(BALA) নামে এক ব্যবহারকারী ৩০ মে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,’৩টি গরু জবাই করে লাশ ফেলে দেওয়া হয় হায়দারপুরের খালে । দিল্লির অর্ধেক সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এই খালের জল পান করে । খাবারে থুথু ফেলা থেকে শুরু করে গরু জবাই করা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে হিন্দুদের অনুভূতিতে আঘাত করা এবং তাদের উৎপীড়নের জন্য করা হচ্ছে। এভাবেই তারা হিন্দুদেরকে অগ্রাহ্য করে যাচ্ছে ।’
শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি ক্যানেলের পাড়ে বেশ কিছু লোকজন ভিড় করে আছে । সেখানে পড়ে রয়েছে কয়েকটি গরুর চামড়া । কয়েকজন যুবক ক্যানেলের জলে নেমে কিছু খোঁজা খুঁজি করছে । ভিডিওটি রেকর্ডকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে,’এখানে তিনটি গরু জবাই করা হয়েছে । দিল্লির গো-রক্ষা দলের সদস্যরা ওই সমস্ত গরুর অবশেষ খুঁজছে । গো-রক্ষা দলের সমস্ত সদস্যরা এখানে জড়ো হয়েছে । প্রথমে আমরা মনে করেছিলাম একটা গরু জবাই করা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ৩ টি গরু জবাই করা হয়েছে ।’
অন্য একজনকে ক্যামেরার সামনে বলতে শোনা যায়, ‘৩ টি গরু জবাই করা হয়েছে । আর গোটা দিল্লির মানুষ এই ক্যানেলের জল পান করে । ক্যানেলের জলে তিনটি গরুর রক্ত ফেলা হয়েছে । আধ কিলোমিটার দূরে ওয়াটার প্লান্ট রয়েছে । ক্যানেলের জল সোজা সেই প্লান্টে যায় । যেখান থেকে গোটা দিল্লিতে জল সরবরাহ হয় । এখন গোটা দিল্লির হিন্দুদের ধর্ম নষ্ট করে দিয়েছে এরা ।’
প্রসঙ্গত,লাভ জিহাদের শিকার ১৬ বছরের হিন্দু কিশোরী সাক্ষীকে নৃশংসভাবে খুনের পর থেকেই ক্ষোভে ফুঁসছে দিল্লি । তার উপর ক্যানেলের জলে গরুর দেহাংশ ফেলার মত উৎকানিমূলক কাজে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । যদিও এই বিষয়ে থানায় কোনো এফ আই আর রজু করা হয়েছে কিনা জানা যায়নি । দিল্লি পুলিশের তরফ থেকেও কোনো অফিসিয়াল বিবৃতি সামনে আসেনি ।।

