এইদিন ওয়েব ডেস্ক,কেতুগ্রাম,২১ নভেম্বর : কেতুগ্রাম-১ ব্লকের কোমরপুর বাসস্ট্যান্ডের কাছে কাটোয়া-সিউড়ি ৬ নং রাজ্য সড়ক পথের উপর ঢেলে রাখা হয়েছে নির্মান সামগ্রী । এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ । স্থানীয় সুত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অন্ধকারে দেখতে না পেয়ে জড়ো করা পাথরে ধাক্কা লেগে উলটে পড়েন এক বাইক আরোহী । এর ফলে মৃনালকান্তি ভট্টাচার্য নামে ওই বাইক আরোহী গুরুতর জখম হন বলে জানা গেছে । স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । তবে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর ঢেলে রাখা নির্মান সামগ্রীর কারনে প্রায় দিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে । অবিলম্বে ওই নির্মান সামগ্রী তুলে ফেলার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয় সুত্রে জানা গেছে, কোমরপুর বাসস্ট্যান্ডের কাছে কাটোয়া-সিউড়ি ৬ নং রাজ্য সড়ক পথের উপর পাথর কুচি,বালি প্রভৃতি নির্মান সামগ্রী বেশ কিছু দিন ধরে ঢেলে রাখা হয়েছে । তবে কে কি উদ্দেশ্যে ওই নির্মান সামগ্রী ঢেলে রেখেছে তা জানা যায়নি । স্থানীয়রা জানিয়েছেন,দিনের বেলায় ঠিকঠাক থাকলেও দুর্ঘটনা ঘটছে সাধারত রাতের দিকে । অন্ধকারে নজর না পড়ার কারনে বাইক ও সাইকেল আরোহীরা বালি ও পাথর কুচির স্তুপে এসে ধাক্কা দিয়ে উলটে পড়ছেন ।
শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত কেতুগ্রামের বেড়ুগ্রামের বাসিন্দা মৃনালকান্তি ভট্টাচার্য বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় বাইকে চড়ে গঙ্গাটিকুরি ব্লক অফিস থেকে আমি বাড়ি ফিরছিলাম । কাটোয়া-সিউড়ি সড়ক পথ আসার সময় কোমরপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তার উপর জড়ো করে রাখা পাথর কুচির স্তুপে ধাক্কা লেগে আমি বাইকসহ উল্টে পড়ি । অন্ধকারের কারনে পাথরের স্তুপ আমি দেখতে পাইনি । বাইকটি পাথরের মধ্যে গেঁথে যায় । আমি হাতে, পায়ে ও বুকে গুরুতর চোট পাই । স্থানীয় গ্রামবাসীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।’
পাশাপাশি তিনি জানিয়েছেন,চিকিৎসার পর রাত্রের দিকে কান্দরা পুলিশ ক্যাম্পে গিয়ে তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিকের কাছে এনিয়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন । ওই সমস্ত নির্মান সামগ্রী সরানোর বিষয়ে পুলিশের তরফ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।।