এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ মে : লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ বৃহস্পতিবার কন্যাকুমারীতে গিয়ে স্বামী বিবেকানন্দের সম্মানে নির্মিত শিলা স্মৃতিসৌধে ধ্যান করবেন বলে জানানো হয়েছিল । সপ্তম দফার ভোট পর্ব না মিটতেই কন্যাকুমারীতে প্রধানমন্ত্রীর ধ্যানে আপত্তি তুলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুললো কংগ্রেস । প্রধানমন্ত্রীর ধান্যপর্ব যাতে গণমাধ্যমে প্রচার না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে সোনিয়া-রাহুলরা ।
অন্যদিকে জনপ্রতিনিধিত্ব আইন,১৯৫১-এর ১২৬ ধারা উল্লেখ করেছে বিজেপি । ওই আইনে বলা হয়েছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। সপ্তম দফায় ভোট হবে ১ জুন । ওইদিন প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী এলাকা বারাণসীতেও ভোট হবে । সূত্র জানায়, নির্বাচনী প্রচারমূলক কিছু বক্তব্য দিলেই প্রধানমন্ত্রী মোদীর ধ্যান নিষিদ্ধ হতে পারে। তবে প্রধানমন্ত্রী মোদী নির্বাচন নিয়ে কিছু না বললে তাঁর ধ্যান করা আটকানো যাবে না। নির্বাচন কমিশন ২০১৯ সালেও প্রধানমন্ত্রী মোদিকে একই ধরনের অনুমতি দিয়েছিল। তাই আজ কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রীর ধানে আপত্তি ধোপে টিকবে না বলে মনে করা হচ্ছে ।।