এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ অক্টোবর : শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই পাড়ার লোকজন । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন গ্রামে । উভয়পক্ষের তরফ থেকে এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে এক সিভিক ভলেন্টিয়ারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ধৃতদের নাম চিরঞ্জিত ভট্টাচার্য্য, কৌশিক রায়, রামকৃষ্ণ রায়, রিংকু রায়, মিলন মল্লিক, রাজু সানা ও রামকৃষ্ণ রায় । তাঁরা সকলেই বড়বেলুন গ্রামের বাসিন্দা । । ধৃতদের মধ্যে কৌশিক রায় ভাতার থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কর্মরত রয়েছেন । শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
গ্রামবাসী পম্পা ভট্টাচার্য বলেন, ‘নবমীর দিন সন্ধ্যায়
আমার শ্বশুরবাড়ির কূলদেবী ঢাকেশ্বরী মায়ের আরতি চলছিল । আমরা সকলে মিলে মায়ের আরতি দেখছিলাম । সেই সময় তমালতলা পাড়ার পাড়ার ৪-৫ মদ্যপ যুবক এসে আমাদের লক্ষ্য করে শব্দবাজি ছুড়তে শুরু করে । আমরা নিষেধ করলে আরও বেশি করে বাজি ছুড়তে থাকে । পরিবারের পুরুষরা নিষেধ করলে তাঁদের জামার কলার ধরে মারতে যায় । তারপর ওরা ফিরে যায় । কিন্তু কিছুক্ষন পরেই জনা কুড়ি যুবক বাঁশ, লাঠিসোঁটা নিয়ে আমাদের পাড়ায় চড়াও হয় । আমাদের বাড়ির জলের পাইপলাইন ভেঙে চুরমার করে দেয় । পুরুষ ছাড়াও মহিলাদের পর্যন্ত মারধর করে ।’
জানা গেছে,ভট্টাচার্য পাড়ার লোকজন তমালতলা পাড়ার একজনকে আটকে রাখলে বাকিরা পাড়ায় গিয়ে খবর দেয় । তখন তমালতলা পাড়ার বেশকিছু লোকজন ভট্টাচার্য্যপাড়ায় এলে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । পরে দুই পাড়ার পক্ষ থেকে এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ ।।