এইদিন ওয়েবডেস্ক,ইস্তাম্বুল,২৪ মে : তুরস্কের ইস্তাম্বুলে দুই গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষের পর তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক রয়েছে । বৃহস্পতিবার রাতে ইস্তাম্বুলের একটি রেস্তোরাঁয় দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে । আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ইস্তাম্বুল শহরের “ওনালান” এলাকায় অবস্থিত “আয়াজমা” সড়কে ঘটেছে। ইস্তাম্বুলের গভর্নরের প্রেস অফিস এক বিবৃতিতে ঘোষণা করেছে,’ওনালান জেলার আয়াজমা রোডে অবস্থিত একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার রাত ৮:১০ নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে রূপান্তরিত হয়।’ কিন্তু কর্তৃপক্ষ সংঘর্ষের কারন বলেনি, তবে বলেছে যে তদন্ত চলছে। তবে লেবাননের কিছু গণমাধ্যম জানিয়েছে, এই সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি পর্যটক নিহত বা আহত হয়েছেন। তুর্কি কর্তৃপক্ষ এখনও এই প্রতিবেদনের সত্যতা বা অস্বীকার করেনি ।।