এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ আগস্ট : বুধবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে নিশানা করতে গিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যাতে চরম ক্ষুব্ধ বিজেপি । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন । বিজেপি শাসিত দুই রাজ্য আসাম ও মনিপুরের মুখ্যমন্ত্রীরাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন । আসলে মমতা ব্যানার্জি বলেছিলেন,’মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগায়…আসামও থেমে থাকবে না… নর্থইস্টও থেমে থাকবে না… উত্তরপ্রদেশে থেমে থাকবে না… বিহারও থেমে থাকবে না…ঝাড়খন্ডও থেমে থাকবে না…উড়িষ্যাও থেমে থাকবে না…আর দিল্লিও থেমে থাকবে না । আপনার চেয়ারটা আমরা টলোমলো করে দেবো৷’ এরপর উত্তেজিত মমতা বলেন,’ক্ষমতা থাকলে ভোটে যাও ৷’
মমতা ব্যানার্জির এই মন্তব্যের জবাব নিজের এক্স হ্যান্ডেলে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লিখেছেন,’দিদি, আপনার এতো সাহস কীভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না ।’ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘উত্তর পূর্ব ভারতকে হুমকি দেওয়ার সাহস হয় কী করে দিদির? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কড়া সমালোচনা করছি। ওনার উচিত গোটা উত্তর পূর্ব ভারত এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া।’
সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে চিঠি আমি লিখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক দেশবিরোধী মন্তব্য, যা বিভিন্ন রাজ্যে অস্থিরতার সৃষ্টি করতে পারে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটি নেতৃত্ব নয়—এটি হিংসা উস্কে দেওয়া। আমাদের দেশের নিরাপত্তা এবং ঐক্যের স্বার্থে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’।