প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ সেপ্টেম্বর : স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলির বাংলার জন্য শিল্পের ঘোষণা নিয়ে তীর্যক কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বর্ধমানে দলীয় কর্মসূচি তে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন,’রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী ।কখনও পা ভাঙার অভিনয় করে আবার কখনও সৌরভ গাঙ্গুলিকে স্পেনে নিয়ে গিয়ে শিল্পের ঘোষণা করিয়ে বোকা বানাচ্ছেন’। তবে শিল্পের ঘোষণা নিয়ে সুকান্ত সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেও সৌরভ গাঙ্গুলিকে সরাসরি আক্রমণ করে কোন মন্তব্য করেননি ।
আমার মাটি আমার দেশ এবং জনসম্পর্ক অভিযান কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে বর্ধমানে পৌছান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । প্রথমে তিনি সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন।পরে জেলা পার্টি অফিসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বাবু বলেন,মুখ্যমন্ত্রী বোকা বানাচ্ছেন রাজ্যের মানুষকে। নিজের পরিচয় ব্যবহার করে সাধারন মানুষকে শোষণ করে সম্পত্তি বাড়িয়ে চলেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন যাত্রা নিয়েও সুকান্ত মজুমদার কটাক্ষ করতে ছাড়েননি।
এমনকি তিনি কড়া ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ও তাঁর পরিবারকে আক্রমণ করেন। এদিন তিনি বলেন,’দুর্ভাগ্যের বিষয়, রাজ্যের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে বন্দ্যোপাধ্যায় পরিবার নিজেদের সম্পত্তি বাড়িয়ে চলেছেন।পুরীতে একটি হোটেল আছে। সেই হোটেলে যোগাযোগ করার কলকাতার ঠিকানা আর মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা একই ।’ এনিয়ে সুকান্তবাবু মোবাইলে সেই হোটেলের একটি লিঙ্কও খুলে দেখান।
মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রা নিয়ে এরপর সুর চড়ান সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন । কখনও পা ভাঙার অভিনয় করে, আবার কখনও সৌরভ গাঙ্গুলিকে দিয়ে রাজ্যে শিল্প গড়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী বোকা বানাচ্ছেন বলে সুকান্ত মজুদার দাবি করেন।
।স্পেন থেকে সৌরভ গাঙ্গুলির বাংলার জন্য শিল্প ঘোষণা করার বিষয়টি আশ্চর্য্যের বলে সুকান্ত বাবু মন্তব্য করেন। তিনি বলেন,রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না। দলে দলে লোক ভিনরাজ্যে যাচ্ছেন কাজের সন্ধানে।সৌরভ ,কলকাতা, দিল্লি বা মুম্বাই থেকে শিল্পের ঘোষণা করতেই পারতেন। ক্রিকেটার থেকে তিনি শিল্পপতি হয়ে গেলেন। আমরা ভেবেছিলাম বাংলায় শিল্প করার কথা স্পেনের কোনও শিল্পপতি ঘোষণা করবেন ।’
ইন্ডিয়া জোট এবং সেই জোটের অন্যতম বড় সঙ্গী কংগ্রেস কে নিয়েও তুলোধনা করেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্ত মজুমদার কংগ্রেসের পুরানো কর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলায় তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন কংগ্রেসকর্মীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে মরতে হচ্ছে কংগ্রেস কর্মীদের।তবুও কংগ্রেস তৃণমূলের কাঁধে হাত রেখে খড়কুটোর মতো বেঁচে থাকতে চাইছে। নেতারা তৃণমূলের সন্ত্রাস ভুলে গিয় কংগ্রেসের নতারা তৃণমূলের পদলেহন করে চলেছেন।’
কলকাতা পুরসভায় এদিন বিজেপি ও তৃণমূলের কাউন্সিলারদের হাতাহাতির ঘটনা নিয়ে সুকান্ত মজুজদার বলেন,তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না।তাদের কাছ থেকে আমরা অন্য কিছু আশাও করি না। একজন জনপ্রতিনিধিকে যেভাবে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আগামীদিনে পশ্চিমবঙ্গের মানুষ ঘাড়ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে।বের করে দেবে।।