এইদিন ওয়েবডেস্ক,ছত্তিশগড়,০১ জুন : গভীর রাতে রাস্তায় ঘুরে বেড়ানো একটি গাভিকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার জামুল থানা এলাকায় । ঘটনাস্থলের পাশে একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ওই দৃশ্য । ভিডিওটি ভাইরাল হতেই ব্যপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । এই ঘটনায় হাসান খান নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
অর্গানাইজ উইকলির প্রতিবেদনে জানা গেছে, দিল্লির বাসিন্দা হাসান খান একজন কাপড় বিক্রেতা । সে জামুল থানার অন্তর্গত হাউজিং বোর্ড কলোনিতে থাকত । ছত্তিশগড়ের দুর্গ জেলার এসপি শলভ কুমার সিনহার বলেছেন, পুলিশ অভিযুক্তকে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করেছে এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । এই ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
জানা গেছে, ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই শিবসেনার জেলা প্রধান আকাশ সিং রাজপুত জামুল থানায় ২৯ মে একটি এফআইআর (নম্বর-192/2023) নথিভুক্ত করেন । অভিযোগে তিনি জানান,গত ২৪ মে রাতে হাসান নামে এক ব্যক্তি শনি মন্দিরের কাছে গোমাতার সঙ্গে অপকর্ম করে। পাশের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেটি রেকর্ড হয়ে যায় । এরপর ভিডিও দেখে লোকটিকে প্রথমে চিহ্নিত করা হয় । খোঁজ নিয়ে তারা জানতে পারেন অভিযুক্ত ব্যক্তি জামুলের চৌধুরী কিরানা স্টোরের কাছে থাকে । তিনি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন । এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতের বিরুদ্ধে আইপিসি ৩৭৭ (অপ্রাকৃতিক অপরাধ) ধারায় মামলা নথিভুক্ত করে তাকে ৩০ মে মহারাষ্ট্রের গোন্দিয়া জেলা থেকে গ্রেপ্তার করে ।।

