এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),২৬আগষ্ট : নতুন আধার কার্ড তৈরি ও আধার কার্ডের ভূল সংশোধনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ২০০ টি ফর্ম বিলি করার কথা ছিল । কিন্তু ফর্ম সংগ্রহ করতে এসেছিলেন ১০০০ থেকে ১২০০ জন মহিলা ও পুরুষ ৷ ফলে বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্ক খুলতেই হুড়োহুড়ি পড়ে যায় । ভিড়ের চাপে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ অসুস্থ হয়ে পড়েন বলে খবর । এদিকে ভিড় সামলাতে গিয়ে কর্তব্যরত পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সদের কার্যত নাজেহাল অবস্থা হয় । শেষে বেগতিক বুঝে ব্যাঙ্কের শাটার নামিয়ে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ । ঘটনা ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় । এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্ম না পেয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ ।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকার বিনিময়ে ফর্ম বিলির পাশাপাশি অব্যাবস্থার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার কুন্দন কুমার । তবে তিনি ব্যাঙ্কের শাটার বন্ধ করে দেওয়া প্রসঙ্গে বলেন, ‘এত ভিড় হবে ভাবতে পারেনি । তাই ব্যাঙ্কের দরজা বন্ধ রাখা হয়েছে ।’
সুলতাননগর মিশ্রপাড়ার বাসিন্দা আবদুল জব্বর, হরিশ্চন্দ্রপুর থানা মোড়ের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষরা বলেন, ‘এদিন ২৬ আগস্ট আধার কার্ডের ফর্ম বিলি করা হবে বলে বিগত দু’মাস ধরে ব্যাঙ্কের সামনে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে রেখে দেওয়া হয়েছে । ফর্ম নিতে আমরা ভোর ৪-৫ টার সময় লাইনে এসে দাঁড়িয়েছি । কিন্তু ফর্ম না নিয়েই আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে ।’ এনিয়ে তাঁরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যাবস্থার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । পাশাপাশি তাঁরা অভিযোগ তোলেন, ‘ফর্ম বিলির নোটিশ টাঙানো হলেও তলায় তলায় টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করা হচ্ছে বলে আমাদের সন্দেহ ।’ রামনগরের বাসিন্দা মাম্পি দাস বলেন, ‘সকাল থেকে লাইন দিয়ে দাড়িয়ে থেকেও ফর্ম ছাড়াই আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে । এভাবে সাধারন মানুষকে নিয়ে ছেলেখেলা বন্ধ করা হোক । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক প্রশাসন ।’।