এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ আগস্ট : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে ইন্টার্ন ও পিজিটি মেডিকেল পড়ুয়াদের নিয়ে একটা অশুভ চক্র গড়ে সেক্স র্যাকেট,ড্রাগ র্যাকেট চালানোর মত গুরুতর সব অভিযোগ উঠছিল৷ তাসত্ত্বেও আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়ে গিয়েছিলেন ৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে সেকথা ঘোষণাও করেছিলেন । এহেন ‘প্রবল প্রভাবশালী’ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার থেকে তুলে নিয়ে গেল সিবিআই । জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সন্দীপকে নোটিশ পাঠানো হয়েছিল । কিন্তু তিনি হাজিরা না দিয়ে চলে যান স্বাস্থ্যভবনে যা ন। সেখানে ঘণ্টাখানেক থেকে বের হতেই সিবিআইয়ের আধিকারিকরা সন্দীপকে তুলে নিয়ে যান । সিবিআই যেভাবে আজ দুপুরে সন্দীপকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে তাতে অনুমান করা হচ্ছে যে আরজি কর হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত খুনে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
পাশাপাশি আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে আজ, শুক্রবার আবার তলব করা হয়েছে। অবশ্য তিনি হাজিরা দিয়েছেন এবং সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে । এছাড়া কয়েকজন মেডিকেল পড়ুয়াকে আবার তলব করেছে সিবিআই। সিবিআই তলব পেয়ে তাঁরা সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছে । সেই সাথে থ্রিডি স্ক্যানার নিয়ে সিবিআইয়ের ৭ সদস্যের একটা দল আরজি কর হাসপাতালে ডিজিটাল অভিডেন্স সংগ্রহ করার কাজ চালাবে বলে জানা গেছে । এদিকে দুষ্কৃতী হামলার পর অকুস্থল হাসপাতালের সেমিনার হল অক্ষত আছে কিনা দেখে আসতে নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট । সিবিআইয়ের ওই দলটি আদালতের নির্দেশে সেমিনার হল খতিয়ে দেখতে যাচ্ছেন বলে খবর ।।