এইদিন ওয়েবডেস্ক,তামিলনাড়ু,29 মার্চ : আসা যাওয়ার রাস্তাতেই পড়ে বাইকের শোরুম । তার মধ্যে একটি বাইক খুব পছন্দ হয়ে গিয়েছিল যুবকের । কিন্তু দাম যে অনেক । কিন্তু সামর্থ্য নেই । এদিকে বাইকটি কেনার জন্য মনে জেদ চেপে গিয়েছিল তাঁর । তাই সেই দিন থেকেই সে টাকা জমাতে শুরু করে দিয়েছিল । অবশেষে গত শনিবার স্বপ্ন পূর্ন হল যুবকের । এক টাকা করে জমিয়ে ২.৬০ লাখের বাইক কিনলেন তামিলনাড়ুর বাসিন্দা ২৯ বছর বয়সী কেভি বুপাথি । তবে কয়েনের স্তুপ দেখে প্রথমে বাইক বিক্রি করতে রাজি হননি শোরুমের ম্যানেজার । কিন্তু যুবকের পিড়াপিড়িতে শেষে তিনি রাজি হয়ে যান ।
কেভি বুপাথির কথায়, ‘বছর তিনেক আগে বাজাজ ডোমিনার- ৪০০ বাইকটি দেখার পর থেকেই কেনার জন্য মনে জেদ চেপে গিয়েছিল । কিন্তু বাইকটির অন রোড দাম ২ লাখ ৬০ হাজার টাকা । আমি একটা ছোটখাটো কাজ করি । আমার পক্ষে এককালীন অত টাকা দিয়ে বাইক কেন সম্ভব ছিল না । তাই ঠিক করেছিলাম টাকা জমিয়ে ওই বাইক কিনবো । ওই দিন থেকেই এক টাকা করে জমাতে শুরু করি । ওইভাবে টাকা জমিয়ে শেষে বাইকটি কিনে ফেললাম ।’
জানা গেছে,গত শনিবার কেভি বুপাথি ২ লাখ ৬০ হাজার টাকার কয়েন নিয়ে বাইকের শোরুমে আসেন । সব এক টাকার কয়েন । বুপাথি,তাঁর চার বন্ধু এবং শোরুমের পাঁচজন কর্মচারী মিলে প্রায় ১০ ঘন্টা ধরে ওই টাকা গুনেছিলেন । শনিবার রাত্রি ৯ টার দিকে বুপাথিকে বাইকটি হস্তান্তর করা হয় ।।