দিব্যেন্দু রায়,গুসকরা(পূর্ব বর্ধমান),২৪ নভেম্বর :
বৃহন্নলাদের সম্বর্ধনা দিয়ে বাবার মৃত্যুদিবস পালন করলেন গুসকরার বাসিন্দা পেশায় ব্যবসায়ী দুই ভাই । গুসকরা শহরের সংহতিপল্লির বাসিন্দা মনোরঞ্জন গুঁই ও চিত্তরঞ্জন গুঁই নামে ওই দুই ভাই পোশাকের ব্যাবসা করেন । জানা গেছে,প্রায় ৮ বছর আগে তাঁদের বাবা রাধাবল্লভ গুঁই মারা গেছেন । তারপর থেকে তাঁরা প্রতি বছর বাবার স্মৃতিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছেন । এবারে তৃতীয় লিঙ্গের মানুষদের সম্বর্ধনার মধ্য দিয়ে তাঁরা তাঁদের বাবার মৃত্যুদিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন । তার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল পূর্ব বর্ধমান
জেলার ৪৭ জন তৃতীয় লিঙ্গের মানুষকে । বাড়ির পাশে কালীমন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠানের ব্যাবস্থা করেছিলেন মনোরঞ্জনবাবুরা । বাঁধা হয়েছিল অনুষ্ঠান মঞ্চ ।
অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, আউশগ্রামের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়সহ বিশিষ্টজনেরা । পরিবারের মহিলারা বৃহন্নলাদের একটি করে শাল পড়িয়ে দিয়ে তাঁদের সম্বর্ধনা জানান । গুসকরার ওই পরিবারের কাছ থেকে এই প্রকার সম্মান পেয়ে খুশি অর্চনা,শিলা,শ্রীকুমারী প্রভৃতি তৃতীয় লিঙ্গের মানুষেরা । ওই পরিবারের এই প্রকার উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী ।।