এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ ডিসেম্বর ঃ তীব্র শ্বাসকষ্ট কষ্ট জনিত সমস্যার কারনে হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে । বুধবার দুপুরে তাঁকে দক্ষিন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতাল সুত্রে খবর,বর্তমানে বুদ্ধদেববাবুর অবস্থা স্থিতিশীল রয়েছে । তাঁর চিকিৎসায় ২ সদস্যের দল গঠন করা হয়েছে বলে জানা গেছে ।
বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য । বুধবার সকাল থেকে শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। এরপরই দলীয় স্তরে আলোচনা করে তাঁকে দক্ষিন কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালের ফ্লু ক্লিনিকে রেখে তাঁর চিকিৎসা চলছে । তাঁকে দেখতে হাসপাতালে যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, ফিরহাদ হাকিমরা । প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছে রাজ্যপাল জগদীপ ধনকর ।
এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর পেয়েই তাঁর শারীরিক অবস্থার খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর বনগাঁর সভা সেরে ফেরার পথে হাসপাতালে ছুটে যান তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে । প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা ।।
দেখুন ভিডিও :