জর্জ চৌধুরী,কালনা,১৩ ডিসেম্বর ঃ দু’দিন ধরে নিখোঁজ থাকার পর এক বিজেপির কর্মীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল পুর্ব বর্ধমানের পুর্বস্থলীতে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুকদেব প্রামানিক(৩৫)। তাঁর বাড়ি পুর্বস্থলী উত্তর বিধান সভা এলাকার নীমদহ গ্রামের চাঁদপাড়ায় । রবিবার দুপুরে গ্রামের একটি পুকুরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ভাসতে দেখা যায় । পরিবারের লোকজনের অভিযোগ শুকদেবকে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে । এই ঘটনায় শাসদকদলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে এদিন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত নাদনঘাট থানা এলাকার মাগনপুর মোড়সহ একাধিক জায়গায় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা ও কর্মীরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী ও সমর্থকরা । এদিকে জেলা জুড়ে সোমবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত পথ অবরোধের ডাক দিয়েছেন পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃনমুল কংগ্রেস।
স্থানীয় ও মৃতের পরিবারসূত্রে জানা গেছে,পূর্বস্থলীর নিমদহের চাঁদপাড়ার বাসিন্দা শুকদেব প্রামাণিক বিজেপির বুথস্তরের কর্মী ছিলেন । তিনি চাষবাসের পাশাপাশি একটি চায়ের দোকানও চালাতেন । সাতমাস আগেই রায়গঞ্জে তার বিয়েও হয় । পরিবারের লোকেরা জানিয়েছেন, গত শুক্রবার স্থানীয় এলাকায় বিজেপির মিটিং সেরে বাড়ি ফিরে আসে শুকদেব । ওইদিনই রাতের দিকে সে একবার বাড়ি থেকে বেরিয়েছিল । তারপর থেকে তাঁর আর কোনও সন্ধান পাওয়া যায়নি । দু-দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার তার পরিবার পূর্বস্থলী থানায় বিষয়টি জানাবে বলে ঠিকও করে নেয় ।এরমধ্যেই ওইদিনই দুপুর ২ টো নাগাদ বাড়ির অদূরেই একটি জলাশয় থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় । মৃতের পরিবারের দাবি শুকদেবকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে।এ
মৃত যুবকের বাবা সুনীল প্রামাণিক বলেন,‘আমার ছেলে বিজেপি করে।শুক্রবার বিজেপির একটি মিছিল করে বাড়ি ফেরে।বাড়িতে খাওয়া দাওয়াও করে।এরপর রাত ১১ টার পর থেকে ছেলে নিখোঁজ হয়ে যায়।স্থানীয় জল জঙ্গল সর্বত্র খুঁজেছি।যদি কেউ মেরে ফেলে রাখে এই ভেবে । কোথাও খুঁজে পাইনি । দুপুর দুটো নাগাদ বাড়ির কাছেই হাঁটুজলের একটি ঘাট থেকে ছেলের দেহ উদ্ধার হয় । আমি যখন খোঁজাখুঁজি করি তখনও ওই ঘাটে পাড়ার মেয়েরা কাপড় কাচছিলো,স্নান করছিলো । ওই ঘাট থেকেই দেহ উদ্ধার হয় । আমি যখন খুঁজি তখন ওই লাশ ছিলো না । ওইখানেই আমি তিনবার খুঁজেছি,কিন্তু পাইনি । এই রহস্যজনক ঘটনা থেকেই বুঝতে পারছি আমার ছেলেকে খুন করা হয়েছে ।আমার ছেলেকে যারা মেরেছে সেই দোষী ব্যক্তির শাস্তি চাই।’
এদিকে এই ঘটনার পরেই বিজেপি নেতৃত্ব রাস্তায় নামে । পথ অবরোধ করে।টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে।ব্যাপক যানজট তৈরী হয়।এই বিষয়ে বর্ধমান পূর্বের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন,‘বিজেপির মিছিলে যাওয়া ও জয়শ্রী রাম বলার কারণে আমাদের এই কর্মীকে খুন করা হয়েছে।কারণ শুকদেবের হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া তারপরেই আজ মৃতদেহ উদ্ধার এই থেকেই সব রহস্যই উদ্ঘাটন হয়ে যায়।সারা রাজ্যে বিজেপি কর্মীদের এইভাবেই খুন করা হচ্ছে।আর সেইসব ঘটনা তৃণমূলই করছে।এই ঘটনাও তৃণমূলই করেছে।থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হবে।’
দেখুন ভিডিও :
যদিও এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলেই জানান স্থানীয় তৃণমূল নেতা তপন চট্টোপাধ্যায়।এই বিষয়ে তিনি বলেন,‘এখানে বিজেপির তিনটি দল।গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে।শুধু তাই নয় খবর নিয়ে জানতে পারি ওই যুবকের পারিবারিক অশান্তিও রয়েছে চরম পর্যায়ে।নতুন করে ইস্যু খোঁজার জন্যই কোনো ঘটনা ঘটলেই এখন তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে।এটাও তাই।’এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস বলেন,‘অভিযোগ পেয়েছি।কেস শুরু করে।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’