এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ মে : রাজ্যে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই বন্ধ রক্তদান শিবির । ফলে দীর্ঘদিন ধরেই রক্তের আকাল চলছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কে । বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারনে রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি রক্তদান শিবির করার বিষয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছে না । ফলে কাটোয়া হাসপাতালের ব্লাডব্যাঙ্কের রক্ত সংকট চরম আকার ধারন করেছে । এই পরিস্থিতিতে এগিয়ে এল কাটোয়ার ডাকবাংলো রোডের ‘স্টার গ্রুপ’ নামে একটি ক্লাব । শুক্রবার ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হল রক্তদান শিবির । ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন করেন । সেই রক্ত তুলে দেওয়া হয়েছে কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাডব্যঙ্কে ।
কাটোয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, বিগত প্রায় একসপ্তাহ ধরেই রক্তশূন্য রয়েছে কাটোয়া হাসপাতালের হেমরাজ ব্লাডব্যঙ্ক । এদিনও দেখা যায় ব্লাডব্যঙ্কে রক্তের ভাঁড়ার শূন্য । ফলে চরম বিপাকে পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের । কোনও রোগীর রক্তের প্রয়োজন পড়লে ডোনারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তার পরিবার পরিজনেদের । শেষে ডোনার পেলে সেই রক্ত রোগীর শরীরে দেওয়া হচ্ছে ।
জানা গেছে,হাসপাতালের ব্লাডব্যাঙ্কের এই অবস্থা দেখে এদিন কাটোয়ার ‘স্টার গ্রুপ’ নামে ওই ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ক্লাবের কর্মকর্তা বিজয় সাহা বলেন,’কাটোয়া ব্লাড ব্যাঙ্কের রক্তের সংকট চলছে জানতে পেরেই এদিন আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় বাসিন্দারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । সকল রক্তদাতাকে ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই । ভবিষ্যতেও আমরা এই ধরনের উদ্যোগ নেবো ।’ স্থানীয় ওই ক্লাবের এই মহৎ উদ্যোগের জন্য হাসপাতালের রোগীদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে ।।