এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুন : লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা, এই অভিযোগ তুলে রাজ্যপালকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানালেন শুভেন্দু অধিকারী । আজ বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চার পাতার একটি চিঠি পাঠিয়ে রাজ্যের কোন কোন জেলাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে তার তালিকা তুলে ধরেছেন শুভেন্দু৷ চিঠিটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’এটি এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে, ফলাফল ঘোষণার পরে টিএমসি পার্টির গুন্ডারা বিজেপি কর্মকর্তদের উপর আক্রমণ করবে ৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি যা বেশ কয়েকজনের মৃত্যুর কারণ হয়েছিল৷ বিজেপি কর্মীরা, একইভাবে এখন, সংসদীয় সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পরে, রাজ্যের শাসক শাসনের সাথে যুক্ত গুন্ডাদের দ্বারা বিজেপি কর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে৷ আমি মাননীয় রাজ্যপালকে একটি চিঠি লিখেছি যাতে তিনি জায়গাগুলি পরিদর্শন করতে অনুরোধ করেন৷ রাজ্য জুড়ে, ভোট পরবর্তী সহিংসতা দ্বারা প্রভাবিত এবং এটি প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিন ।’
চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোচবিহার লোকসভার অন্তর্গত তুফানগঞ্জ বিধানসভার ৭৫ নম্বর বুথের বাসিন্দারা বিশেষ করে বিজেপি কর্মীরা তৃণমূলের গুন্ডাবাহিনী দ্বারা আক্রান্ত হচ্ছে । হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত আমবেড়িয়া গ্রামের বিজেপি কর্মী অসিত পাইক ও তার বাড়ির উপর হামলা হয়েছে । মিনাখা বিধানসভার তৃণমূলের গুন্ডা আইয়ুব হোসেন গাজী ১৮৭ এবং ১৮৮ বুথের বিজেপির ভোটারদের হুমকি দেখাচ্ছে । উত্তর ২৪ পরগণা জেলার সাতমুখী বাজার, বাসন্তী গোলাবাড়ি বাজার, ফুলমালঞ্চ পঞ্চায়েতের বাসন্তী বাজার প্রভৃতি এলাকায় একই ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ।
এছাড়া ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত তপন মোরে এলাকার বিজেপি কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন । মেদিনীপুর লোকসভার নারায়ণগড় বিধানসভার অন্তর্গত হেমচন্দ্র অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য সত্যজিৎ দাসকে ব্যাপক মারধরের অভিযোগ তুলেছেন বিজু প্রধান, সজল বর্মন, রাজকুমার গড়াই, তপন গড়াই এবং অশ্বিনী নামক একজন তৃণমূলের ‘গুন্ডা’র বিরুদ্ধে । জয়নগর লোকসভার ক্যানিং বাজারের কাঠপুল মোড় এলাকায় বিজেপির মহিলা সদস্যা মনি দাস ও তার স্বামীর উপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শুভেন্দু ।
শুভেন্দু অধিকারী অভিযোগ, বারাসাত লোকসভার হাবরা বিধানসভা এলাকার ৮৭ নম্বর বুথের বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে । বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত সোনামুখী বিধানসভা এলাকার হামিরপুর,পাত্রসায়ের, বন বীরসিংহ ও নারায়ণপুরের বিজেপি কার্যকর্তা এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা হচ্ছে বলে অভিযোগ শুভেন্দু। কোচবিহার লোকসভার অন্তর্গত ঘোষকাডাঙা থানার বাড়াইবাড়ি গ্রামের হিন্দুস্তান মোড় এলাকার তৃণমূলের গুন্ডাবাহিনী শক্তি রঞ্জন মন্ডল, পরিমল মন্ডল, নিরঞ্জন মন্ডল, অনন্ত বিশ্বাস, মহানবীশ মন্ডল, কেষ্ট মন্ডল এবং দুলাল মন্ডলরা মিলে বিজেপি কর্মীদের মারধর করছে এবং তাদের বাড়িতে পাথর ছুড়ছে ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে ।
যাদবপুর লোকসভার ভাঙ্গরের ৮৬ নম্বর বুথে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ, সঞ্জীব ঘোষ ও তাদের দলবল বিজেপির ওবিসি মোর্চার সভাপতি মৃত্যুঞ্জয় ঘোষের বাড়ি আক্রমণ করেছে এবং তার স্ত্রী ও ছেলেকে মারধর করে তাদের সকলকে খুনের হুমকি দেখিয়েছে । কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত মেটিয়াবুরুজ বিধানসভায় রবীন্দ্রনগর থানা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী রাহুল দাসের বাড়িতে ৫০ জন তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালিয়ে মোটরসাইকেল ভেঙ্গে দিয়ে এসেছে এবং তাকে খুনের হুমকি দিয়ে এসেছে ।
মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর বিধানসভার কোতোয়ালি থানার ঘুরাচকে তৃণমূল নেতা আতাবুর রহমান ও রাজু পাত্রের নেতৃত্বে তার গুন্ডা বাহিনী ৭০ নম্বর বুথের গ্রামবাসীদের উপর আক্রমণ করছে এবং বিজেপি কার্যকর্তাদের খুনের হুমকি দিচ্ছে ।
ঝাড়গ্রাম লোকসভার গোপীবল্লভপুরে দীনেশ বাহুলি নামে একজন যুবককে অপহরণ করা হয়েছে বিজেপিকে সমর্থন করার জন্য । ওই গ্রামের ৩৪ নম্বর বুথ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একবারে ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ।
বারাসত লোকসভার ২২ নম্বর বুথের অতীন কুমার রায়, ২৩ নম্বর ভূতের মৃগাঙ্ক ভট্টাচার্য এবং সুশান্ত চ্যাটার্জী, ২৮ নম্বর বুথের রাজু রজক, ৪৩ নম্বর বুথের বাপি মন্ডল নামে বিজেপি কার্যকর্তাদের ঘর বাড়িতে বোম মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেখাচ্ছে শুভজিৎ দে (বাপ্পা) এবং অনিরুদ্ধ দত্ত ওরফে পাপ্পু নামে তৃণমূল আশ্রিত দুজন দুষ্কৃতী ও তার দলবল । মেদিনীপুর লোকসভার অন্তর্গত কেশিয়াড়ি বিধানসভার দাঁতন থানার তারুই গ্রামের একজন বিজেপি কর্মকর্তা এবং তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং খুনের হুমকি দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু অধিকারী অভিযোগ গণনা সম্পূর্ণ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসানসোল, দুর্গাপুর মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া,কোচবিহার, হুগলি, ব্যারাকপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগনা মিলে অন্তত ২০ জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ৷ তিনি বলেছেন ২০২১ সালের টেকনিকেই তৃণমূল পরিকল্পিতভাবে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে । শাসকদল পরিচালিত এই হিংসায় রাজ্যজুড়ে ইতিমধ্যে দশ হাজার বিজেপি কর্মকর্তা ঘর ছাড়া হয়েছেন বলে অভিযোগ তার । তিনি জানান যে তারা বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে বেশ কিছু আশ্রয়স্থল তৈরি করা হয়েছে ।
তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন হিংসা কবলিত এলাকাগুলিতে পরিদর্শনে যাওয়ার জন্য এবং হিংসারকার জন্য কতক্ষণ নীতি আবেদন জানিয়েছেন তিনি । শুভেন্দু অধিকারী আবেদন জানিয়েছেন যে যেমন করি হোক ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার মত ঘটনা রোধ করতে হবে ।।