এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২১ ডিসেম্বর : দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল কাটোয়ায় । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় । এই ঘটনায় উভয়পক্ষের ৫ জন জখম হয়েছেন । তার মধ্যে কাজল মাঝি নামে এক বিজেপি কর্মী বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর ডান হাতে গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে । সোমবার সকালে তৃণমূলের পক্ষ থেকে এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও বিজেপির পক্ষ থেকে এদিন বিকেল পর্যন্ত কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,মঙ্গলবার সকালে কেতুগ্রামের কাঁদরায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা রয়েছে । তাই রবিবার রাতে কাটোয়া শহরের ২০-২৫ জন বিজেপি কর্মী এলাকায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন । তাঁরা কাটোয়ার স্টেশন বাজারে তৃণমূলের কার্যালয়ের কাছাকাছি এলে দুই দলের কর্মীদের মধ্যে অশান্তি বেধে যায় ।
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের দলীয় কর্মসূচি বঙ্গধ্বনীর কারনে আমাকে অনেক সকালে বেরুতে হয় । সেই কারনে রাতে আমি স্টেশন বাজারে আমাদের দলীয় কার্যালয়েই থাকি । রবিবার রাতে দলীয় কার্যালয়েই ছিলাম । রাত্রি সাড়ে ন’টা দশটা নাগাদ হঠাৎ চিৎকার চেঁচামিচির আওয়াজ শুনে বারান্দায় বেরিয়ে এসে দেখি বিজেপির ছেলেরা আমাদের দলীয় পতাকা ছিঁড়ে নিজেদের দলে পতাকা লাগাচ্ছে । এই দেখে আমাদের দলের দু’একজন কর্মী এর প্রতিবাদ করে । তখন বিজেপির লোকজন ওদের মারধর শুরু করে দেয় । মেরে আমাদের দলের এক কর্মীর পা ভেঙে দেয় । এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে তাড়া করলে বিজেপির কর্মীরা পালিয়ে যায় ।’
অন্যদিকে পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের অভিযোগ, ‘ ‘ওই দিন আমাদের দলের কর্মীরা যখন দলীয় পতাকা লাগাছিলেন তখন তৃণমূলের গুন্ডাবাহিনী অস্ত্রসস্ত্র নিয়ে বিনা প্ররোচনায় তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে । তৃণমূলের গুন্ডারা আমাদের দলের কাটোয়া নগর যুব সম্পাদক কাজল দাস,বুথ সভাপতি অপু দাস ছাড়াও ঘনশ্যাম মুখার্জ্জী ও সমীরণ দও নামে দুই কর্মীকে ব্যাপক মারধর করে । সকলেই আহত হন । তার মধ্যে গুরুতর আহত হব কাজল দাস ৷ তৃণমূল দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের কোপে তাঁর ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় । বর্তমানে তিনি কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন ।’ পাশাপাশি শাসকদলের প্রতি কৃষ্ণবাবুর হুংকার, ‘আজ আমাদের কর্মীরা হাসপাতালে ভর্তি আছে । কিন্তু তৃণমূলের হার্মাদবাহিনী এর টের একদিন পাবে । কারন একুশে আমরা রাজ্যে ক্ষমতায় আসছি ।’
বিজেপির জেলা সভাপতির বক্তব্য শুনুন :
জানা গেছে,দুই দলের সংঘর্ষের ঘটনায় উভয় দলের ৪ জন আহত হন । তাঁদের চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । একজন বিজেপি কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । এদিন আহত দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে যান বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । তিনি আহতের পরিবারিকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে ।।