এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,১৯ জানুয়ারী : গেরুয়া শিবির থেকে ডজন খানেক দলিত সম্প্রদায়ের নেতাকে নিজের দলে ভিড়িয়েছে সমাজবাদী পার্টি (এসপি) সুপ্রীমো অখিলেশ যাদব । এবার খোদ অখিলেশের পরিবারে ভাঙন ধরালো বিজেপি । সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব বুধবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন । এদিন লক্ষ্ণৌয়ে বিজেপির রাজ্য কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে যোগদান করান উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য । যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপর্না যাদব বলেন, ‘আমি বিজেপির কাছে অনেক কৃতজ্ঞ । আমার কাছে দেশ সবার আগে । আমি প্রধানমন্ত্রী মোদীর কাজের অন্যতম প্রশংসক।’
অপর্ণা যাদব ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে লখনউয়ের ক্যান্ট আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । কিন্তু তাঁকে বিজেপি প্রার্থী রীতা বহুগুনা জোশীর কাছে পরাজিত হতে হয় । এখন রাজ্যে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে মুলায়েম সিংয়ের ছোট পুত্রবধু বিজেপিতে যোগ দেওয়ায় সমাজবাদী পার্টির জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল ।।