এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০২ মে : কেরালায় অমুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে সন্ত্রাসবাদী সসংগঠনে যোগ দিতে বাধ্য করার কাহিনি অবলম্বনে নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে সুপারহিট হয়েছে । দেশ ও বিদেশে ব্যপক প্রশংসিত হচ্ছে স্বল্প বাজাটে নির্মিত এই ছবিটি । কিন্তু ছবিটির বিরোধিতা করেছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ । দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময়,নাসিরুদ্দিন শাহ বলেছিলেন যে ‘আফওয়াহ’, ‘ভেদ’ এবং ‘ফরাজ’-এর মতো দুর্দান্ত ছবিগুলি বক্স অফিসে মার খায়,কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ব্যতিক্রমীভাবে ভাল কাজ করে চলেছে । মানুষ এই ছবিটি নিয়ে বড় বড় কথা বলছে, কিন্তু তিনি ছবিটি দেখেনি বা দেখতেও চায় না । এছাড়া শাহ বলেছিলেন,’হিটলারের সময়ে সরকার বা নেতারা চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের ওপর চলচ্চিত্র নির্মাণ করাতো এবং তারা প্রশংসিত হতো। সরকার দেশের মানুষের জন্য কী উন্নয়ন করেছে তা দেখানো হতো । এই কারণে অনেক চলচ্চিত্র নির্মাতা জার্মানি ছেড়ে হলিউডে গিয়ে চলচ্চিত্র নির্মাণ করতেন । এখন এখানেও এসব হচ্ছে ।’ সেই সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’র মত ছবিতে অভিনয় না করার জন্য বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের কাছে আহ্বানও জানিয়েছেন নাসিরুদ্দিন শাহ ।
এবার নাসিরুদ্দিন শাহের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভোজপুরি অভিনেতা তথা বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারি বলেন,’নাসিরুদ্দিন শাহের উদ্দেশ্যে কিছু ত্রুটি রয়েছে। নাসিরুদ্দিন খুব ভালো অভিনেতা হলেও তার চিন্তাভাবনা ভালো নয়। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে শাহের সমস্যা থাকলে তিনি এর বিরুদ্ধে আদালতে যেতে পারেন ।
আজ তকের সাথে একটি কথোপকথনের সময় মনোজ তিওয়ারি জানান, আগে হিন্দু পুরোহিতদের বিরুদ্ধে নেতিবাচক ছবি তৈরি হত বলিউডে । এই ধরনের ছবির অনেক নজিরও আছে । অন্যদিকে ‘দ্য কেরালা স্টোরি’ সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এবং অনেক ভুক্তভোগী এই বিষয়ে অভিযোগও দায়ের করেছেন। নাসিরুদ্দিন শাহের সাহস থাকলে তার আদালতে যাওয়া উচিত ।
তিনি বলেন,’দ্য কেরালা স্টোরি এবং ‘দ্য কাশ্মীর ফাইল’ এর মতো চলচ্চিত্রগুলিকে অস্বীকার করতে পারবেন না। ঘরে বসে এ ধরনের কথা বলা সহজ, কিন্তু একজন ভারতীয় হিসেবে এসব কথা বলে উনি ঠিক করেননি ।’
এদিকে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কার দেওয়া হিন্দি চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। ছবিটি রিলিজ হওয়ার পর পঞ্চম সপ্তাহান্তের কাছাকাছি সময় বক্স অফিসে টিকে আছে । যদিও প্রথম দিকে বক্স অফিস কালেকশন যথেষ্ট ভালো হলেও এখন সেটা ধীর হয়ে গেছে । আশা করা হচ্ছে ছবিটি ২৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ।।

