এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ জুন : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে কোনও দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যদিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩টি আসন। যেখানে ইন্ডি জোট পেয়েছে ২৩৪টি আসন। এই পরিস্থিতিতে, উভয় জোটের চোখ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর দিকে। যদিও এই দুই নেতাই বিজেপিকে সমর্থন দিয়েছেন। জেডিইউ ১২ টি আসন পেয়েছে এবং টিডিপি ১৬ টি আসন পেয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিজেপির চোখ শুধু এই দুই দলের দিকেই নয়, সেইসব নির্দল সাংসদ ও দলগুলোর দিকেও যারা এনডিএ বা ইন্ডি জোটের অংশ নয়। এমন সংসদ সদস্যের সংখ্যা ১৭। এর মধ্যে কিছু স্বতন্ত্র সাংসদ যারা মোদী সরকারের তৃতীয় মেয়াদের ভবিষ্যতও ঠিক করতে পারেন।
এই ১৭ জন স্বতন্ত্র সাংসদের মধ্যে রয়েছে আসাদউদ্দিন ওয়াইসির এ আই এম আই এম,, বিহারের পূর্ণিয়া থেকে জয়ী পাপ্পু যাদব, উত্তরপ্রদেশের নাগিনা থেকে জয়ী চন্দ্রশেখর আজাদ, পাঞ্জাবের ফরিদকোট থেকে জয়ী সবরজিৎ সিং খালসা, খান্দুর সাহিব থেকে জয়ী অমৃতপাল সিং, শিরোমণি আকালি দল। হরসিমরত কৌর বাদল, ওয়াইআরসিপি থেকে চারজন সাংসদ, ঝোরাম পিপলস মুভমেন্টের একজন সাংসদ, পিপলস পার্টির একজন সাংসদ, ইউপিপিএলের একজন এবং অন্যান্য দলের চারজন নির্দল সাংসদ। সূত্রের খবর, বিজেপি এই ১৭ জন নির্দল সাংসদের মধ্যে ১০জনের সাথে যোগাযোগ করেছে বলে জানা গেছে ।।