এইদিন ওয়েবডেস্ক,ভাতার,০৪ আগস্ট : জমিতে ধান রোয়ানোর কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বিজেপি নেতার । মৃতের নাম লক্ষী মালিক(৪২) । তাঁর বাড়ি ভাতার থানার আমারুন গ্রামে । লক্ষীবাবুর বাড়িতে রয়েছেন স্ত্রী ও এক নাবালক সন্তান । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
জানা গেছে,পেশায় জনমজুর লক্ষী মালিক আমারুন গ্রামের ২১৩ নম্বর বুথের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন । অনান্য দিনের মত এদিন সকালেও যথারীতি তিনি চাষের কাজে মাঠে গিয়েছিলেন । সেই সময় প্রবল বৃষ্টিপাত শুরু হয় । পাশাপাশি মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে । তখন বাজ পড়ে গুরুতর আহত হয়ে ধান জমিতে লুটিয়ে পড়েন লক্ষীবাবু ।
জানা গেছে,ঘটনার সময় আরও কয়েকজন মাঠে কাজ করছিলেন । তাঁরাই লক্ষীবাবুকে উদ্ধার করে গ্রামে আনেন । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । পরে ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে এনে অন্তেষ্টিক্রিয়া করা হয় ।।