এইদিন ওয়েবডেস্ক,কালনা,০৯ ডিসেম্বর ঃ কালনা বিধানসভায় বিশেষ সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে আগামী বিধানসভায় রাজ্যে সরকার গঠনের কথা বলে গেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র । শুধু তাইই নয়, দলের জেলা নেতাদেরকে তিনি নিশ্চিত করে বলে গেছেন তিন চতুর্থাংশ আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি । তারপর দলের পুর্ব বর্ধমান জেলা নেতৃত্বের উদ্দেশ্যে তাঁর বার্তা,অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে একটা ভোটও ভাগ হওয়া চলবে না । তার জন্য প্রতিটা বুথে কড়া নজর রাখতে হবে । মঙ্গলবার মধ্যপ্রদেশের প্রবীন বিজেপি নেতার এই ‘ভোকাল টনিকে’র পর ‘আর নয় অন্যায়’ শ্লোগানকে সামনে রেখে কালনা মহকুমার পুর্বস্থলী এলাকায় প্রচারে ঝড় তুললেন পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । বুধবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় ৩৭ নম্বর জেডপি মন্ডলে প্রথমে একটি সাংগঠনিক বৈঠক করেন কৃষ্ণবাবু । তারপর তিনি “আর নয় অন্যায়” শ্লোগানকে সামনে রেখে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গৃহ সম্পর্ক অভিযান চালান । প্রতিটা মহিলা ও পুরুষ ধরে ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত করান ।
দেখুন ভিডিও :
একুশের বিধানসভা ভোটের বেশি দেরি নেই । এদিকে করোনা আবহের কারনে জনসভা বন্ধ রয়েছে । তাই ভোট বৈতরণী পার হতে দলীয় সংগঠনকে মজবুত করতে উদ্যোগী হয়েছে রাজনৈতিক দলগুলি । এই বিষয়ে সব থেকে বেশি সক্রিয়তা দেখা যাচ্ছে শাসকদল তৃনমুল কংগ্রেস ও বিজেপির মধ্যে । তৃনমুলের ‘বুথ ভিত্তিক কর্মী সম্মেলন’ আর বিজেপির ‘সাংগঠনিক বৈঠক’ প্রায় দিন লেগেই আছে । কাটোয়া মহকুমা এলাকা ও আউশগ্রাম ব্লকে লাগাতার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করে যাচ্ছেন তৃনমুলের বীরভুম জেলা সভাপতি অনুব্রত মন্ডল । এদিকে পিছিয়ে নেই বিজেপি । কাটোয়া ও কালনা এই দুই মহকুমা এলাকায় প্রতি দিনই সাংগঠনিক বৈঠক করে দলের বুথস্তরের নেতা কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন বিজেপির পুর্ব বর্ধমান জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । পাশাপাশি তিনি গৃহ সম্পর্ক অভিযান বা ডোর টু ডোর ক্যাম্পেন চ্যালিয়ে যাচ্ছেন ।
কৃষ্ণ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গ জুড়ে শাসকদলের সন্ত্রাস লেগেই আছে । প্রায় দিনই আমাদের কর্মী আক্রান্ত হচ্ছেন । ধর্ষন নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে । এই সমস্ত বিষয়গুলির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রকল্পে শাসকদলের দুর্নীতিগুলো সাধারন মানুষের সামনে তুলে ধরছি । তৃনমুলের অপশাসন থেকে মুক্তি পেতে সাধারন মানুষকে ‘আর নয় অন্যায়’ আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি । মানুষের কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছি তাতে এটা স্পষ্ট তৃনমুল সরকারকে ছুড়ে ফেলতে মানুষ বদ্ধপরিকর।’।