এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৯ আগস্ট : টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেবিল টেনিস ক্লাস ৪-এর ফাইনালে জিততে পারলেন না ভারতের ভাবিনা প্যাটেল । রবিবার এই ম্যাচে চীনা খেলোয়াড় ইং ঝুং ৩-০ ব্যবধানে স্ট্রেট সেটে তাঁকে পরাজিত করেন । ইং ঝুং এনিয়ে প্যারা অলিম্পিকে তৃতীয়বার সোনা জিতলেন । এর আগে তিনি ২০০৮ ও ২০১২ এর প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন ।
শনিবার সেমিফাইনালে চীনের আর এক খেলোয়াড় ঝাংক মিয়াওকে ৩-২ সেটে পরাজিত করে ফাইনালে পৌঁছোন ভারতের ভাবিনা প্যাটেল । তাঁর দূরন্ত এই পারফরম্যান্সের জন্য স্বর্ণ পদক জয়ের আশা করছিল দেশবাসী । এদিকে
সেমিফাইনালে জেতার পর ভবিনাও আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন । কিন্তু শেষ পর্যন্ত স্বর্ণপদক মিস করলেন ভাবিনা । রৌপ্য পদক নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হল । তবে তিনি দেশের প্রথম টেবিল টেনিস খেলোয়াড় যিনি প্যারালিম্পিকে ফাইনালে উঠলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভাবিনাকে রৌপ্য পদক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন ।
এদিকে মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড তীরন্দাজির ১/১৬ এলিমিনেশন ম্যাচে নিরাশ করলেন ভারতের জ্যোতি বালিয়ান । তিনি এদিন আয়ারল্যান্ডের কেরি লুইস লিওনার্ডের কাছে ১৪১ – ১৩৭ ব্যবধানে পরাজিত হন । এখন বিভিন্ন ইভেন্টে রাকেশ কুমার, বিনোদ কুমার, নিষাদ কুমার এবং রাম পাল চাহারদের দিকে সকলের নজর থাকবে ।।
ছবি : ট্যুইটার ।