শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের দিন শিক্ষকের ভূমিকায় দেখা গেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশকে । বুধবার ভাতার থানার ওড়গ্রামের লাইনডাঙ্গা এলাকার আদিবাসী শিশুদের পাঠদানের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তাদের হাতে বেশ কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হয় । পুলিশকাকুদের কাছ থেকে উপহার পেয়ে খুশি কচিকাচারা । খুশি অবিভাবকরাও ।
কোভিড পরিস্থিতির কারনে বন্ধ স্কুল । উচ্চ বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাস চললেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পড়াশোনা কার্যত লাটে উঠেছে । যাঁদের অল্পবিস্তর আর্থিক সঙ্গতি আছে তাঁরা প্রাইভেট টিউশন দিয়ে কিছুটা হলেও ঘাটতি পূরন করছেন । কিন্তু বিগত ২ বছরের অধিক সময় ধরে পড়াশোনা বন্ধ হয়ে গেছে খেটেখাওয়া পরিবারগুলির প্রাথমিক স্কুল পড়ুয়াদের ।
এদিন ভাতারের আদিবাসী অধ্যুষিত ওড়গ্রামের লাইনডাঙ্গা এলাকার শিশুদের নিয়ে হাতে-কলমে আড্ডার ছলে পাঠ দান করলেন ভাতার থানার ওসি সৈকত মন্ডল । আদিবাসী শিশুদের শিক্ষার উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে প্রায় ১৫০ জন শিশুর হাতে ব্যাগ, বই, শ্লেট,পেন্সিল প্রভৃতি উপহার সামগ্রী তুলে দেওয়া হয় । ব্যাবস্থা করা হয় টিফিনেরও । পাড়া সংলগ্ন গাছগাছালি ঘেরা মাঠে ত্রিপল বিছিয়ে তপোবন সদৃশ পরিবেশে রীতিমত শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে ভাতার থানার ওসিসহ পুলিশ আধিকারিকরা ।
পড়াশোনার পাশাপাশি শিশুদের পড়াশোনার বিষয়ে বিশেষ জোর দেওয়ার জন্য অভিভাবকদের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন ওসি সৈকত মণ্ডল । পুলিশের এহেন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে সমাজের বিশিষ্ট জনেরা। ওড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তারাপদ পাল জানিয়েছেন, ভাতার থানার পুলিশ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বের পাশাপাশি শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছাতেও উদ্যোগী হয়েছেন । পুলিশের এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।।