এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৮ সেপ্টেম্বর : পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আন্দোলনে নামল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহযোগী সংগঠন ভারতীয় কিষাণ সঙ্ঘ । বুধবার দুপুরে সংগঠনের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে ধর্না প্রদর্শন ও পরে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি দাবিপত্র পেশ করা হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ সঙ্ঘের রাজ্য কোষাধ্যক্ষ পঙ্কজ কুমার বন্ধু,জেলা সভাপতি দোল গোবিন্দ পাল,জেলা সম্পাদক গনেশ সাঁতরাসহ সংগঠনের একাধিক কার্যকর্তা ।
প্রসঙ্গত,কেন্দ্রীয় তিন কৃষি আইন ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে গত আগস্ট মাসে কেন্দ্র সরকারের কাছে একটি দাবিপত্র পেশ করেছিল ভারতীয় কিষাণ সঙ্ঘ । তখন সংগঠনের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওই দাবি সমূহ না মানলে তাঁরা ৮ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে আন্দোলনে নামবেন । যথারীতি সেই দাবি কেন্দ্র সরকারের তরফ থেকে না মানা হলে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন থেকে আন্দোলন শুরু করে দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহযোগী সংগঠনটি ।
সংগঠনের রাজ্য নেতা পঙ্কজ কুমার বন্ধু জানান, এদিন তাঁদের তরফ থেকে ৩ দফা দাবি পেশ করা হয়েছে । ওই দাবিগুলির মধ্যে প্রথমত, কৃষকদের উৎপাদিত ফসলের উৎপাদন ব্যায়ের উপর ভিত্তি করে লাভকারী মূল্য নির্ধারন করতে হবে । দ্বিতীয়ত,কেন্দ্র সরকার কিছু ফসলের উপর সহায়ক মূল্য নির্ধারন করেছে । কিন্তু বাস্তবে সেই মূল্য পাচ্ছেন না কৃষকরা । তাই সরকার ঘোষিত মূল্য অনুযায়ী কৃষকরা যাতে ফসল বিক্রি করতে পারেন তার ব্যবস্থা সরকারকে করতে হবে । এছাড়া সহায়ক মূল্যে ধান বিক্রির কুপন সংগ্রহ করার জন্য ২-৩ মাস অপেক্ষা করতে হচ্ছে কৃষকদের । ফলে তাঁরা অভাবি বিক্রি করতে বাধ্য হচ্ছেন । তাই কৃষকদের হয়রানি ও অভাবি বিক্রি বন্ধে উদ্যোগী হতে হবে সরকারকে । তৃতীয়ত,কোনও ব্যাবসায়ী বা রাইস মিল মালিক সরকার ঘোষিত মূল্যের থেকে যদি কম মূল্যে ফসল কেনে তাহলে তা সামাজিক অপরাধ হিসাবে গন্য করতে হবে । পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক আইন প্রণয়ন করতে হবে ।।