ভালোবাসি অন্তহীন আকাশের শেষ গঙ্গার মত,
বিক্ষুব্ধ হৃদয়ের তীর ধরে হেঁটে যাওয়া ক্লান্ত পথিকের শূন্য ঠোঁটের উষ্ণ আলিঙ্গনে বেঁধেছিলাম তোমার উষ্ণীষ, আজো বিকালের সেতার বাজে একতারা চোখে, এ চোখে মৃত্যুহীন প্রণয়ের কারফিউ বিষ।
ওগো, পাহাড়িয়া শাহাজাদা, আত্মার অধিকারে
তোমার বুনোফুল বনবিবি তপস্যা বৃথা যায় নি
হে তাপস! তুমি শিখে গেছ হৃদয়ের স্বাধিকার
জিতে নিতে, জেনেছ শরীরের পরাজয়ী জীর্ণতা।
এ সবই আমার দুরন্ত দস্যিপানার চিরন্তনী জয়।
চলে গেলে, নতুন ঋতুরাজের সরণী ধরে ধরে চলে গেলে, আমার ব্যাকুল বকুলের উন্মাদ স্মৃতি ঘ্রাণে
একাকী নীরব অঙ্গীকারে। কেন গেলে?
আত্মার হিমজলে ডুব স্নান সেরে কোন্ ভৈরবী মুখ
দেখলে হে তাপস! এবার শান্ত হোয়ো গো অচেনা সে বিজন সান্ধ্য আঁচলের স্নিগ্ধ শীতল ঢেউ ভাঙা নীড়ে।।