এইদিন ওয়েবডেস্ক,বসিরহাট(উত্তর ২৪ পরগণা),০১ জুন : লোকসভা নির্বাচনের আগে থেকেই খবরের শিরোনামে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি । সৌজন্যে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান । খুন,ধর্ষণ,রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা সহ একাধিক গুরুতর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । বর্তমানে জেলে রয়েছে সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান । তাই এবারে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপর নজর ছিল গোটা দেশের । কিন্তু শাহজাহানের অনুপস্থিতির পরেও হিংসামুক্ত হল না সন্দেশখালির ভোট । কোথাও বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কোথাও ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । তারই মাঝে বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হারে রেকর্ড করল বসিরহাট কেন্দ্র । এযাবৎ এখানে সর্বোচ্চ ৭৬.৫৬ শতাংশ ভোট পড়েছে ।
শুক্রবার রাত থেকেই সন্দেশখালিতে বাইক আরোহী দুষ্কৃতীরা সন্দেশখালিতে তান্ডব চালায় বলে অভিযোগ । পরিবারের পুরুষ সদস্যদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে সিভিক ভলান্টিয়ারের পোশাকে দুর্বৃত্তরা মহিলাদের গোপন অঙ্গে আঘাত করে, যাতে তারা আঘাত মিডিয়ার ক্যামেরার সামনে দেখাতে না পারেন বলে অভিযোগ । পুলিশের বিরুদ্ধেও রাতের অন্ধকারে বাড়ি বাড়ি পরিবারের সদস্যদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে । প্রতিরোধ গড়তে রাতে লাঠি হাতে গ্রাম পাহাড়া দেয় মহিলারা । কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হতেই বুথে ভিড় জমাতে শুরু করেন সন্দেশখালির মহিলারা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনের আলো থাকতে থাকতেই সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন । তার জেরেই বসিরহাটে রেকর্ড ভোট পড়েছে বলে মনে করা হচ্ছে ।
কিন্তু বসিরহাটের একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে । সন্দেশখালির বয়রামাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ বাইক ভাঙচুরও করা হয় । উলটে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল । যদিও বিজেপি প্রার্থী দাবি করেছেন যে বসিরহাটে পদ্ম ফুটবেই । বসিরহাট কেন্দ্রের হাড়োয়া এলাকার ৩৬ ও ৩৭ নম্বর বুথে তৃণমূলের দুষ্কৃতীবাহিনী একাধিক ভোটারকে ভোট দিতে দেয়নি বলে অভিযোগ উঠেছে । ভোট দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । আর এই অভিযোগ উঠেছে হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লার বিরুদ্ধে । মিনাখাঁ বিধানসভার কালিনগর গ্রামের ৫৫ নম্বর বুথের সামনে একজন ভোটার কাঁদতে কাঁদতে হাড়োয়ার বিজেপি নেতা কাসেম আলীর পা জড়িয়ে ধরে প্রাণ বাঁচানোর কাতর আর্তি জানান । কাঁদতে কাঁদতে ওই ভোটার বলেন,’খালেক মোল্লা ও তৃণমূলের গুন্ডাবাহিনী আমায় ভোট দিতে দেয়নি । আমার জামা ছিঁড়ে দিয়েছে । তৃণমূলের গুন্ডারা গনতন্ত্রকে হত্যা করেছে । আমায় বাঁচান স্যার ।’ পাশাপাশি তিনি খালেক মোল্লার বিরুদ্ধে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ করার অভিযোগ তুলে সিবিআইকে দিয়ে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান । বিজেপি নেতা কাসেম আলী তাকে আশ্বাস দেন, ‘আমি তোমাকে নিয়ে গিয়ে ভোট দেওয়াবো ।’
নির্বাচন কমিশন জানিয়েছে,আজ বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের ৯ টি লোকসভায় ভোটদানের গড় হার ৬৯.৮৯ শতাংশ। এর মধ্যে দমদমে ভোট পড়েছে ৬৭.৬০ শতাংশ, বারাসতে ৭১.৮০, বসিরহাটে ৭৬.৫৬, জয়নগরে ৭৩.৪৪, মথুরাপুরে ৭৪.১৩, ডায়মন্ডহারবারে ৭২.৮৭, যাদবপুরে ৭০.৪১, কলকাতা দক্ষিণে ৬০.৮৮ ও কলকাতা উত্তরে ৫৯.২৩ শতাংশ। অন্যদিকে বরানগর বিধানসভার উপনির্বাচনে পাঁচটা পর্যন্ত ভোট দানের হার ৬৬.৭০ শতাংশ।।